সর্বশেষ খবরঃ

শার্শার ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোর চিকিৎসা সেবা প্রশ্নবিদ্ধ!নেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তদারকি

শার্শার ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোর চিকিৎসা সেবা প্রশ্নবিদ্ধ!নেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তদারকি
শার্শার ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলোর চিকিৎসা সেবা প্রশ্নবিদ্ধ!নেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তদারকি

মাহমুদুল হাসান :: যশোরের শার্শা উপজেলার একাধিক ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারে অনভিজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবার নামে অপচিকিৎসা দিলেও উপজেলা স্বাস্থ্য বিভাগের মনিটরিং এর অভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে উপজেলাবাসী।

ভুক্তভোগীদের একাধিক অভিযোগের মুখেও বিতর্কিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টারের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য বিভাগ পদক্ষেপ নেয়না বলে গুঞ্জন রয়েছে। উপজেলার অধিকাংশ বেসরকারী ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার গুলো নাম মাত্রই স্বাস্থ্য অধিদপ্তর হতে লাইসেন্স নিয়ে নিয়ম-নিতীর তোয়াক্কা না করেই পরিচালনা করছে চিকিৎসা কার্যক্রম। এসব প্রতিষ্ঠানের বেশীর ভাগ মানহীন। বিধি অনুযায়ী প্রয়োজনীয় চাহিদার ন্যূনতমও বিদ্যমান নেই উপজেলার বেশীরভাগ প্রতিষ্ঠানে।

সার্বক্ষনিক ডাক্তার না থাকা,অদক্ষ চিকিৎসক,নার্স,আয়া,মানহীন ওটি রুম,এ্যম্বুল্যন্স সার্ভিস,ওপারেটিভ রুম ,স্টেরিলাইজার রুম, ইনস্ট্রুমেন্ট রুম, অ্যানেসথেশিয়া মেশিন ছাড়াই প্রসুতি ডেলিবারি বা সিজার কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে উপজেলার একাধিক বেসরকারী ক্লিনিকের বিরুদ্ধে।

ইতমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানে অপচিকিৎসায় নবজাতক মূত্যুর ঘটনাও ঘটেছে তবুও বন্ধ হয়নী প্রতিষ্ঠানের চিকিৎসা কার্যক্রম।এমনকি অনিয়ম করে অনুমোদন পাওয়া বেড ছাড়াই বেড বৃদ্ধি করে বা ফ্লোরে রোগী রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে নিয়ত।

গত ১১জুন ২৫ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমডি মনির আইডি হতে বেনাপোল বাজরস্থ নিত্য হাট মার্কেটে অবস্থিত নগর মাতৃসদন কেন্দ্রের অব্যবস্থপনা নিয়ে একটি পোস্ট ছাড়া হয়।এর সূত্র ধরে ভুক্তভোগীর সাথে যোগাযোগ করলে তিনি বেনাপোল পৌরসভার ২ নং ওয়ার্ডের দূর্গাপুর গ্রামের বাসিন্দা জানিয়ে বলেন,জরুরী প্রয়োজনে ক্লিনিক কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করে গাইনী বিশেষজ্ঞ আছে জানালে স্ত্রীকে নিয়ে গিয়ে ৩ ঘন্টা অতিবাহিত করলেও কোন ডাক্তার পাইনী। বিষয়টি আমি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি লিখিত অভিযোগ দিতে বলেন।

অভিযোগের সত্যতা যাচায়ে সরেজমিনে বেনাপোল বাজারস্থ অভিযুক্ত কেন্দ্র,আল আমিন ডায়গনস্টিক সেন্টার, নাভারনের সেবা ক্লিনিক,বাগ আঁচড়ার আল মদিনা ক্লিনিক ঘুরে দেখা যায় অভিজ্ঞ ডাক্তার ও ডিপ্লোমাধারী নার্স ছাড়াই নোংড়া পরিবেশ এবং জায়গা স্বল্পতার মধ্যেই ক্লিনিক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠান গুলোতে বাহির হতে চুক্তিভিত্তিক ও অনভিজ্ঞ ডাক্তার এনে সিজার ও অন্যান্য চিকিৎসা সেবা দেওয়া হয় যা রোগীর সহিত প্রতারনার সামিল।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক পারভেজ মুঠো ফোনে জানান,আমি শার্শায় যোগদানের পর হতে যশোর সিভিল সার্জনের উপস্থিতিতে নাভারন বাজারস্থ বুরুজ বাগান ক্লিনিক,পল্লী ক্লিনিক, বিসমিল্লাহ ক্লিনিক ও মুক্তি ক্লিনিক পরিদর্শন করেছি তাদের কিছু ত্রুটি বিচ্যুতি পরিলক্ষীত হলে সতর্ক করা হয়েছে। উপজেলা জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অনিয়ম বা অপ চিকিৎসায় ভুক্তভোগীর অভিযোগ পেলে উপজেলা স্বাস্থ্য বিভাগ ব্যাবস্থা গ্রহণ করবে।

উল্লেখ্য ২০২২ সালের ৮ অক্টোবর শনিবার বেনাপোল বাজারস্থ নগর মাতৃসদন কেন্দ্রটিতে অব্যবস্থপনা ও চিকিৎসাজনিত অবহেলায় নবজাতক মৃত্যুর ঘটনা ঘটে।সেসময় শিশু মৃত্যুর খবরে শার্শা উপজেলা সহকারী কমিশনার( ভূমি )ফারজানা ইসলাম ছুটে যান বেনাপোলের নগর মাতৃসদন কেন্দ্রে।

আরো খবর

জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
জেলে ও মৎস্য ব্যবসায়ীদের জনসচেতনতায় “ মা ইলিশ” সংরক্ষণ বিষয়ক অভিযান 
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
পলাশবাড়ীতে মিথ্যা মামলা ও হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
জামালপুরে “প্রাথমিক শিক্ষায় প্রমিত বাংলা ভাষার প্রয়োগ”শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা চলছে
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
লোহালিয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার
গোবিন্দগঞ্জে প্রায়১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
গোবিন্দগঞ্জে প্রায় ১৪ হাজার মূল দলিল বিনষ্টের ঘোষণা
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
নড়াইলের পুকুর থেকে ভাই ও বোনের মরদেহ উদ্ধার
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২
দুমকির আলগীতে কারেন্ট জালসহ আটক-২