মাহমুদুল হাসান :: শার্শায় বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির ৪৯ ব্যাটালিয়ন সদস্যদের পৃথক পৃথক অভিযানে ৪ কেজি গাঁজা,১৯৮ বোতল ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার চোরাচালানীর ভারতীয় পণ্য উদ্ধারসহ ৩ মাদক কারবারী আটক হয়েছে।
বুধবার ( ১১ ডিসেম্বর )বেনাপোল বিওপি,আমড়াখালী চেকপোস্ট,বেনাপোল আইসিপি ও আন্দুলিয়া ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ সিদ্দীকী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে ও চোরাচালানী বিরোধী অভিযান পরিচালনার জন্য সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।এরই ধারাবাহিকতায় আমড়াখালী চেকপোস্টের বিশেষ আভিযানিক দল জেলে পাড়া পাকা রাস্তার উপর গাড়ি তল্লাশী কালে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১লাখ ১৮হাজার ৭শত টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পন্য সামগ্রী জব্দ করেন।
একই বিজিবি সদস্যদের অপর এক অভিযানে গয়ড়া পাকা রাস্তার উপর গাড়ী তল্লাশীকালে ১ লাখ ৬৬হাজার ১শত পঞ্চাশ টাকার ভারতীয় চাদর ও কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করেন।
বেনাপোল বিওপি সদস্যদের পৃথক অভিযানে কাস্টমস হাউসের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬৪ হাজার টাকা মূল্যের কসমেটিক্স পণ্য সামগ্রী জব্দ করেন।একই সদস্যরা অপর এক অভিযানে বেনাপোল পোর্টথানাধীন নামাজগ্রাম রোডে অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় ১ লাখ ৫৫ হাজার ৬শো টাকার ভারতীয় পোশাক সামগ্রী ও কসমেটিক্স পণ্য জব্দ করেন।
আমড়াখালী চেকপোস্টের বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে জেলে পাড়া পাকা রাস্তার উপর হতে গাড়ী তল্লাশী করে শুল্ক ফাঁকির ১ লাখ ৯৫ হাজার ১৫০ টাকার পণ্য জব্দ করেন।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে হতে ১০ লাখ ৯৭হাজার ৯শত টাকার ভারতীয় বিভিন্ন প্রকার পোশাক সামগ্রী, হোমিও ঔষধ,কম্বল এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করেন।
আন্দুলিয়া বিওপির সদস্যদের মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে আড়সিংড়ী গ্রামের পুকুরপাড় হতে ৫০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ যশোর জেলার চৌগাছা থানাধীন বল্লভপুর গ্রামের আমিনুরের ছেলে মোঃ সোহাগ আলীকে (৩২)আটক করে।
আমড়াখালী চেকপোস্ট এর বিজিবি সদস্যরা শার্শাথানাধীন নাভারন সাতক্ষীরা মোড়স্থ যাত্রী ছাউনির সামনে বেনাপোল টু যশোরগাড়ী সড়কে পাকা রাস্তার উপরে গোল্ডেন লাইন পরিবহনের বাস তল্লাশীকালে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ ২ মাদককারবারীকে আটক করেন।

আটককৃতরা হলো- সাতক্ষীরা জেলার দেবহাটা থানাধী নওয়াপাড়া গ্রামের শওকত আলীর ছেলে মোঃ শাহিনুর শেখ ( ১৮ ) ও আশাশুনি থানাধীন বেউলা গ্রামের এনামুল সর্দ্দারের ছেলে মুজাহিদুল হোসেন ( ২৭ )। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে। মাদকদ্রব্য বহনকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামীদের চৌগাছা ও শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।