সর্বশেষ খবরঃ

শাবি শিক্ষার্থীরা অনশন ভাঙলেন

শাবি শিক্ষার্থীরা অনশন ভাঙলেন
শাবি শিক্ষার্থীরা অনশন ভাঙলেন

অবশেষে অনশন ভেঙেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ( শাবি ) শিক্ষার্থীরা। শাবিপ্রবি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে গত বুধবার ( ১৯ জানুয়ারি ) থেকে ক্যাম্পাসে অনশন চলছিল।

বুধবার ( ২৬ জানুয়ারি ) সকালে ১০টা ২১ মিনিটে অধ্যাপক ডঃ জাফর ইকবাল ও তার স্ত্রী অধ্যাপক ডঃ ইয়াসমিন হকের আশ্বাসে অনশন ভাঙেন তারা।

বুধবার ( ২৬ জানুয়ারি ) ভোর ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছান অধ্যাপক ডঃ জাফর ইকবাল ও তার স্ত্রী ডঃ ইয়াসমিন হক। তারা শিক্ষার্থীদের অনশন ভাঙার আহ্বান জানান।

তাদের আহ্বানে সাড়া দিয়ে শিক্ষার্থীরা সকালে ডঃ জাফর ইকবাল ও তার স্ত্রী ইয়াসিমনের হাতে পানি পান করে একযোগে অনশন ভাঙবেন বলে প্রতিশ্রুতি দেন। এসময় নিরাপত্তা বাহিনীর হাতে আটক শাবির পাঁচ সাবেক শিক্ষার্থীর মুক্তির আশ্বাস দেন জাফর ইকবাল।

উপস্থিত সাংবাদিকদের সামনে জাফর ইকবাল বলেন, ‘আজ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা হয়েছে। তারা বাসায় এসেছিল। প্রতিশ্রুতি দিয়েছে। তোমরা যা চাইছ, যে দাবি তোমাদের সেটা পূরণ হবে। তাদের সঙ্গে আলোচনার পর আমরা দেরি করিনি, সরাসরি এখানে চলে এসেছি। আমরা তোমাদের অনশন না ভাঙিয়ে যাবো না। তোমরা পুরো দেশ কাঁপিয়ে দিয়েছ।

শিক্ষার্থীদের অভিযোগ শুনে শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ প্রশাসনের তীব্র সমালোচনা করেন জাফর ইকবাল। এ সময় শাবি শিক্ষার্থীদের আন্দোলন পুরো দেশে আলোড়ন তুলেছে উল্লেখ করে জাফর ইকবাল বলেন, ‘তোমরা ইতিহাস গড়েছ। তোমাদের মাধ্যমে যে বার্তা গিয়েছে, তাতে ভবিষ্যতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের আগে একবার অন্তত ভাবা হবে। তোমাদের সঙ্গে দেশের সব তরুণ আছে।

ছাত্রদের উদ্দেশে জাফর ইকবাল আরও বলেন, ‘তোমাদের আন্দোলনে ৩৪ জন ভিসির ঘুম নষ্ট হয়ে গেছে। এই ভিসি পদত্যাগ করলে তারাও পদত্যাগ করতে চেয়েছে। আমি ৩৪ জন ভিসির পদত্যাগ দেখতে চাই। তোমরা সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে নাড়া দিয়েছ।’

তিনি বলেন, ‘আমি ধরে নিয়েছিলাম, অনশনের এখানে মেডিক্যাল টিম আছে। তারা সার্বক্ষণিক দেখভাল করছে। কিন্তু এখানে এসে দেখলাম, কোনও ডাক্তার নেই। ডাক্তাররা ছিলেন, কিন্তু তাদের ভয়-ভীতি দেখিয়ে এখান থেকে সরিয়ে দিয়েছে। আমি এসব ঘটনা বলবো। এখানে অনশনকারীদের অবস্থাই যখন এত খারাপ, তাহলে অসুস্থ ২০ জনের কী অবস্থা! আমি শঙ্কিত। এটা চরম অমানবিকতা।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি থেকে ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়ে তার পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গত বুধবার থেকে একই স্থানে অনশন শুরু করেন ২৪ শিক্ষার্থী। এদের মধ্যে কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি হন। বাসবভনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় ১৭ জানুয়ারি থেকেই কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন ভিসি ফরিদ উদ্দিন আহমেদ।

আরো খবর

নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
নড়াইল-১ আসনে স্থগিত হওয়া দুই প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার
দুর্ঘটনায় পতিত পর্যটকবাহী জাহাজ থেকে পর্যটকদের উদ্ধার
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড
শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড
শ্যামনগরে সমাজসেবায় অবদানে সম্মাননা পেলেন সিডিও ইয়ুথ টিম
শ্যামনগরে সমাজসেবায় অবদানে সম্মাননা পেলেন সিডিও ইয়ুথ টিম
গৌরীপুরের ২৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
গৌরীপুরের ২৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কোরআন ছুঁয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি
কোরআন ছুঁয়ে মেয়র হিসেবে শপথ গ্রহণ করলেন মামদানি
খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক
খাগড়াছড়িতে যৌথ অভিযানে  অস্ত্রসহ ব্যবসায়ী আটক
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র জমা
চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থী হারুনুর রশিদের মনোনয়নপত্র জমা