স্টাফ রিপোর্টার :: সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চাঞ্চল্যকর দুই স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুস সবুর মোল্লাকে (৪৫) গোপালগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-৬। সে সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুমার নল গ্রামের বাসিন্দা।
সোমবার ( ২৯ এপ্রিল ) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাথীন গোল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলরোয়া থানার ২০১৪সালের হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।