স্টাফ রিপোর্টার :: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।র্যাবের অভিযানে গ্রেফতার হওয়া ইকরামুল হাসান ( ৩৭) ও মোঃ মুন্না ( ২৪) উভয়ই ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ডা থানার বাসিন্দা ও পেশায় মাদক ব্যবসায়ী।
বুধবার ( ৩০নভেম্বর ) সকালে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৬ এর ঝিনাইদাহ ক্যাম্পের সদস্যরা ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
র্যাবের দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে দামুড়হুদাথানাধীন হাউলী ইউপি এলাকায় কতিপয় ব্যাক্তি মাদক বেচা-কেনার উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন খবরে র্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ উল্লেখিত দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করত জব্দকৃত ফেন্সিডিল ও আসামীদ্বয়কে দামুড়হুদা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব আরো জানাই।