যশোর আজ সোমবার , ৭ জুলাই ২০২৫ ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রেস্ট হাউসে নারী নিয়ে ধরা পড়া ওসি সাইফুল প্রত্যাহার

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৭, ২০২৫ ৫:৪৬ অপরাহ্ণ
রেস্ট হাউসে নারী নিয়ে ধরা পড়া ওসি সাইফুল প্রত্যাহার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: স্ত্রী পরিচয়ে এক নারীর সঙ্গে যশোরের পানি উন্নয়ন বোর্ডের( পাউবো )রেস্ট হাউসে ধরা পড়া ঝিনাইদহের মহেশপুর থানার ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

গত ৩০ জুন সন্ধ্যায় এক নারীকে নিয়ে যশোর পাউবোর পুরাতন রেস্ট হাউসের কপোতাক্ষ কক্ষে ধরা পড়েন ওসি সাইফুল ইসলাম। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

ওই ভিডিওতে দেখা যায়,সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এক নারীকে সঙ্গে নিয়ে ওসি সাইফুল ইসলাম রেস্ট হাউসের একটি কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পরই জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাসান সনি তার লোকজন নিয়ে সেখানে হাজির হন। এরপর রেস্ট হাউসের কক্ষের দরজায় ধাক্কাধাক্কি করতে থাকেন।এক পর্যায়ে ওসি সাইফুল বাইরে বেরিয়ে আসতে চাইলে ছাত্রদলের নেতাকর্মীরা তাকে টেনেহিঁচড়ে আবার কক্ষের ভেতর নিয়ে যান।

এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার মনজুর মোর্শেদ বলেন, ‘ঘটনার পরপরই ওসি সাইফুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে ওসির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পাউবো যশোরের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন,ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ডের চিঠির ভিত্তিতে রেস্ট হাউসে কক্ষ বরাদ্দ দেওয়া হয়।

ওসি সাইফুল ইসলাম দাবি করেন,অনৈতিক কোনো কিছু ঘটেনি। তিনি যশোরে ব্যক্তিগত কাজে এসেছিলেন। সেই নারী বন্ধুটিকে নিয়ে রেস্ট হাউসে অবস্থান করছিলেন তিনি।এ সময় কিছু ছাত্রনেতা এসে ‌স্বাভাবিক কথাবার্তা বলে চলে যান। তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।

সর্বশেষ - সারাদেশ