যশোর আজ শনিবার , ৬ নভেম্বর ২০২১ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৬, ২০২১ ১০:৫৩ পূর্বাহ্ণ
রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রুশ কূটনীতিকের মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

জার্মানির রাজধানী বার্লিনে অবস্থিত রাশিয়ার দূতাবাস ভবনের বাইরে রাশিয়ান এক কূটনীতিকের মরদেহ উদ্ধার করার খবর প্রকাশ্যে এসেছে। দেশটির দ্য স্পাইজেল ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। স্পাইজেলের প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি রুশ দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন।

গত ১৯ অক্টোবর ওই কূটনীতিকের মরদেহ উদ্ধার হলেও স্থানীয় সময় গতকাল শুক্রবার (৫ নভেম্বর ) ঘটনাটি প্রকাশ পায়। প্রতিবেদনে বলা হয়,নিহত ওই কূটনৈতিক দূতাবাস ভবনটির উপরের তলা থেকে পড়ে মারা গেছেন। প্রাথমিকভাবে এমন ধারণা করলেও, কিভাবে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে স্পষ্ট কিছু জানানো হয়নি।

রাশিয়ার বার্লিন দূতাবাস ঘটনাটিকে ‘মর্মান্তিক দুর্ঘটনা’ বলে উল্লেখ করলেও আনুষ্ঠানিকভাবে ওই কূটনীতিকের নাম প্রকাশ করেনি। এদিকে, জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত কিছু জানায়নি।

অপর একটি সূত্র অনুসন্ধানী, ওই ব্যক্তি রাশিয়ার এফএসবি গোয়েন্দা সংস্থার সেকেন্ড সার্ভিসের উপ-পরিচালকের ছেলে।

সর্বশেষ - সারাদেশ