স্টাফ রিপোর্টার :: কোটা সংস্কারের দাবিতে শুক্রবার ( ১২ জুলাই ) রাত ১০টা পর্যন্ত করে রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) সহ একাত্মতা পোষণকারী অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শুক্রবার ( ১২ জুলাই ) বিকাল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে এই ঘোষণা দেওয়ার পর রেলপথেই অবস্থান করছেন তারা।এতে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিডিউল বিপর্যয় হয়েছে কয়েকটি ট্রেনের।
রাজশাহী রেলওয়ের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান,শিক্ষার্থীদের আন্দোলনের ফলে আমাদের বিকালের সব ট্রেন বন্ধ হয়ে আছে।
আপাতত রাজশাহী স্টেশনে তিনটি ট্রেন দাঁড়িয়ে আছে। যার মধ্যে ঢালারচর এক্সপ্রেস, টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও একটি কমিউটার ট্রেন রয়েছে।এ ছাড়া রাজশাহী অভিমুখী বাংলাবান্ধা ট্রেন আসতে পারছে না। রাত ১০টা পর্যন্ত আন্দোলন চললে বনলতা, সিল্কসিটি, বাংলাবান্ধা, সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন রাজশাহীতে নির্দিষ্ট সময়ে আসতে পারবে না।
এদিকে একদফা দাবিতে শিক্ষার্থীরা শুক্রবার বিকেল ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে একত্রিত হন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে স্টেশন বাজার সংলগ্ন রেলপথ অবরোধ করেন তারা।
শিক্ষার্থীদের দাবি- সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে সর্বোচ্চ পাঁচ শতাংশ করে সংসদে আইন পাস করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে।
রেলপথ অবরোধ কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিক্যাল কলেজ, রাজশাহী কলেজের প্রায় তিন হাজার শিক্ষার্থী উপস্থিত রয়েছেন।