স্টাফ রিপোর্টার :: রাজশাহীতে ছাত্রলীগ নেতা মনিরুল ইসলাম জয় এবং ছাত্রলীগ নেতা সাব্বির হোসেনের একপাক্ষিক ঘৃণ্য ষড়যন্ত্রমূলক মানহানিকর তথ্যের মাধ্যমে ছাত্রদল নেতাদের অভিযুক্ত করে সংবাদ প্রচার করায় থানায় অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী ছাত্রদল নেতা ইমন।
গত ১২ই ডিসেম্বর অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ ২৪, ডেইলি ক্যাম্পাস, দৈনিক যুগান্তর, রাজবার্তা, ঢাকামেইল পত্রিকায় ছাত্রদল নেতাদের নামে কোনো সত্যতা ও প্রমান ছাড়াই মনগড়া চাদাবাজির একটি সংবাদ প্রকাশ করে।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে জাকির হোসাইন বলেন, জয় এবং সাজু তারা আমার ডিপার্টমেন্টের ছোটভাই এবং একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। জয় সাজুর থেকে কিছু টাকা ধার নিয়েছিল,সাজু সেই টাকা বিভিন্ন সময় চাইলে জয় টাকা দিতে গড়িমসি করে।
একপর্যায়ে আমাকে জানালে তারা উভয়েই আমার কাছে আসে এবং আমি বিষয়টা সমাধান করে দেই। যেহেতু জয় টাকা নেওয়ার কথা তখন স্বীকার করে বিধায় সে টাকা সাজুকে ফেরত দেয়।
এবিষয়ে সাজু বলেন,এটা চাদাবাজির টাকা নয়। আমি আমার বন্ধুর কাছ থেকে টাকা পেতাম, সে টাকা দিতে গড়িমসি করতো। জাকির ভাইকে জানানোর পর তিনি জয়ের স্বীকারোক্তির প্রেক্ষিতেই বিষয়টা সমাধান করে দেন।
থানায় শিনিবার( ১৩ ডিসেম্বর )লিখিত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ছাত্রদল নেতা তাকবীর আহমেদ ইমন বলেন,এই ঘটনার সাথে আমার সংশ্লিষ্ট থাকার কোনো সুযোগেই নেই। উক্ত অভিযোগ মিথ্যা,মনগড়া, ভিত্তিহীন এবং এর কোনো সত্যতা না থাকায় ষড়যন্ত্রকারী ছাত্রলীগ নেতা ও সাংবাদিকদের বিরুদ্ধে মতিহার থানায় পৃথক পৃথক দুটো অভিযোগ দায়ের করেছি।