যশোর আজ শনিবার , ২০ নভেম্বর ২০২১ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রাজধানীর আদাবর হতে নিখোঁজ হওয়া ৩বোন উদ্ধার

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২০, ২০২১ ৬:৩৫ অপরাহ্ণ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যশোর প্রতিনিধি :: ঢাকার আদাবর এলাকা থেকে নিখোঁজ হওয়া ৩ বোনকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। উদ্ধারকৃতরা হলো রুকাইয়া আরা চৌধুরী ( ২১ ),জয়নব আরা চৌধুরী ( ১৯ ) ও খাদিজা আরা চৌধুরী( ১৭)। তারা রাজধানীর উত্তরা এলাকার বাসিন্দা ( ভাড়াটিয়া ) রফিকুজ্জামানের কন্যা। তিনি পেশায় স্কুল শিক্ষক ছিলেন।

শুক্রবার ( ১৯ নভেম্বর ) ঢাকা মেট্রো পলিটন পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার এস আই আনসারুল হক যশোরের চাঁদপাড়া এলাকা হতে তাদের কে উদ্ধার করেন।

যশোর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, উদ্ধার হওয়া ঐ তিন কন্যা বাবা-মায়ের সাথে রাজধানীর উত্তরা লেকসিটি কনকর্ডে ভাড়া বাসায় থাকতো। ২০১২ সালের দিকে তাদের বাবা-মায়ের মধ্যে ঝগড়া ও মনোমালিন্যের জেরে তাদের বাবা যশোরে চলে আসেন। মেয়েরা ঢাকাতে মায়ের কাছেই রয়ে যায়।

২০১৩ সালের ২৮ আগস্ট তাদের মা মৃত তাসনিম আরা চৌধুরী ক্যন্সারে রোগে মারা যান। ঐ তিন বোনের মধ্যে রুকাইয়া আরা চৌধুরীকে লালন পালনের দায়িত্ব নেন খালা সাজিয়া নওরিন চৌধুরী।

জয়নব ও খাদিজা আরা চৌধুরীকে লালন পালনের দায়িত্ব নেন সামিয়ারা চৌধুরী। এক পর্যায়ে গত ১৮ নভেম্বর ২১ ইং তারিখ সকালে রাজধানীর মুহাম্মদপুর বাসা থেকে ঐ তিনবোন নিঁখোজ হয়। এ সংক্রান্তে সাজিয়া নওরিন আদাবর থানায় একটি নিঁখোজ জিডি করেন।থানার ডায়েরী নং-৮৭৫ ও তারিখ ১৮-১১-২০২১ ইং। এরই সুত্র ধরে আদাবর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে কোতয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে যশোর হতে নিঁখোজ থাকা ঐ তিন বোনকে উদ্ধার করেন।

ভিকটিমরা প্রাথমিক জিঙ্গাসাবাদে জনায়, মা-বাবার আ লাদা হওয়ার ঘটনার পর হতে অর্থাৎ ২০১২ সালের পর তাদের বাবার সাথে ঐ তিন কন্যাকে কোন ভাবে যোগাযোগ করতে দেওয়া হয়নি। এমনকি তাদের উপর অত্যাচার করা হতো। তাই তিন বোন পরামর্শক্রমে মুহাম্মদপুর হতে পালিয়ে যশোরে বাবার নিকট চলে আসেন।

সর্বশেষ - লাইফস্টাইল