যশোর আজ শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

রসুন খাওয়ার যত উপকারীতা

প্রতিবেদক
Jashore Post
মার্চ ১৫, ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ
রসুন খাওয়ার যত উপকারীতা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

রসুন হল পিঁয়াজ জাতীয় একটি ঝাঁঝালো সবজি যা রান্নার মশলা ও ভেষজ ওষুধ হিসাবে ব্যবহৃত হয়।দৈনন্দিন খাবারে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ উপাদান হল রসুন। সব ধরনের তরকারিতে স্বাদ বৃদ্ধির জন্য ব্যবহার করা হয় রসুন।

এই রসুনে রয়েছে অনেক পুষ্টিগুণ। ঔষধিগুণে সমৃদ্ধ এ উপাদানটি প্রাচীনযুগে ওষুধ হিসেবে ব্যবহার করা হতো।পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় রসুনকে সুপারফুডের অন্তর্ভুক্ত করা হয়েছে।

রসুনের মধ্যে শরীরের জন্য উপকারী থায়ামিন ( ভিটামিন বি১ ), নায়াসিন ( ভিটামিন বি৩), রিবোফ্লাবিন  (ভিটামিন বি২), প্যান্টোথ্যানিক অ্যাসিড ( ভিটামিন বি৫), ভিটামিন বি৬, ফোলেট ( ভিটামিন বি৯), সালফার কম্পাউন্ড ও সেলেনিয়াম ইত্যাদি উপাদান রয়েছে।

সর্দি-কাশি সমস্যার সমাধান

সর্দি-কাশি সমস্যার কবলে পড়লে কথায় কথায় ওষুধ খাওয়া উচিত হবে না। বরং চেষ্টা করুন রসুনের মতো একটি উপকারী ভেষজ সেবন করার। এই ভেষজতে এমন কিছু অ্যান্টিইনফ্লেমেটরি উপাদানের খোঁজ মেলে যা সর্দি-কাশির প্রকোপ কমানোর কাজে সিদ্ধহস্ত।

এমনকী এই ফলে মজুত একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট বুকে এবং মাথায় জমে থাকা কফ দেহের বাইরে বের করে দিতেও পারে। তাই তো আয়ুর্বেদ বিশেষজ্ঞরা সর্দি-কাশিতে ভুক্তভোগীদের নিয়মিত এই ভেষজ সেবন করার পরামর্শ দেন।

হার্ট থাকবে সুস্থ-সবল​

রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়লে হার্ট অ্যাটাকের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বৈকি! তাই হৃদরোগের বিপদ এড়িয়ে চলতে চাইলে আপনাকে যেন তেন প্রকারেণ কোলেস্টেরলকে বশে আনতে হবে।

আর সেই কাজে আপনাকে যোগ্য সঙ্গত দিতে পারে রসুন। তাই হাইপার লিপিডিমিয়ায় ভুক্তভোগীরা ঝটপট এই ভেষজের সঙ্গে সন্ধি করে নিন।

উড়ে যাবে পেটের সমস্যা

নিয়মিত পেটের সমস্যায় ভুক্তভোগী মানুষের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু তারপরও তাঁরা এর থেকে চিরতরে মুক্তির রাস্তা খুঁজে পান না। যদিও ভালো খবর হল, প্রায়দিন রসুন খেলেই কিন্তু অনায়াসে এই সমস্যাকে বাগে আনতে পারবেন। তাই যাঁরা অহরহ গ্যাস-অ্যাসিডিটির ফাঁদে পড়ে কষ্ট পান, তাঁরা ঝটপট কাঁচা রসুন সেবন করুন।

ঠান্ডা লাগলে রোজ সকালে উঠে এক থেকে দুই কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন। আর যাঁরা এই ভেষজ চিবিয়ে খেতে পারবেন না, তাঁরা সমপরিমাণ রসুন পানি দিয়ে গিলে নিন। ব্যস,তাতেই হবে কেল্লাফতে।

সর্বশেষ - লাইফস্টাইল