যুদ্ধে যারা নৃশংসতা করছে তাদের প্রত্যেককে শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন,জড়িতদের আমরা ভুলবো না, ক্ষমা করবো না। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
সোমবার ( ৭ মার্চ ) এক ভাষণে জেলেনস্কি বলেন, এটি হত্যা, ইচ্ছাকৃত হত্যা। আমরা ক্ষমা করবো না, আমরা ভুলবো না। আমাদের মাটিতে যারা এই যুদ্ধে নৃশংসতা করছে তাদের প্রত্যেককে শাস্তি দেবো।
কবর ছাড়া এই পৃথিবীতে কোনো শান্ত স্থান থাকবে না। রুশ বাহিনী আকাশ,স্থল এবং সমুদ্র থেকে ইউক্রেনের বিভিন্ন শহরে হামলা চালাচ্ছে। সতর্কবার্তা দিয়ে তারা রাজধানী কিয়েভেও আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে,মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়া ইচ্ছাকৃতভাবে হামলা চালাচ্ছে। এর খুব বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে যুক্তরাষ্ট্র ।