যশোর আজ রবিবার , ৭ জুলাই ২০২৪ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪

প্রতিবেদক
Jashore Post
জুলাই ৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে জন্মদিনের পার্টিতে বন্দুক হামলায় নিহত ৪
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

যুক্তরাষ্ট্রের উত্তর কেনটাকির একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। ফ্লোরেন্স পুলিশ বিভাগের বরাত দিয়ে রোববার ( ৭ জুলাই ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে এবিসি নিউজ।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি এক প্রেস কনফারেন্সে বলেন, বন্দুক হামলার খবর পেয়ে অফিসাররা শনিবার ভোর ৩ টার দিকে ওই বাসভবনে যান। ঘটনার সময় সেখানে অনেকে জন্মদিনের পুল পার্টিতে যোগ দিয়েছিলেন।

সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সী চেজ গার্ভে পুলিশ আসার আগেই একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে পুলিশের একটি দল তার পিছু ধাওয়া করে। গার্ভে তখন রাস্তা ছেড়ে খাদে পড়ে যান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গার্ভেকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে।পরে তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সন্দেহভাজন ওই ব্যক্তি একাই হামলায় জড়িত ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

পুলিশ প্রধান জেফ ম্যালেরি জানান,বাড়ির মালিকের ২১ বছর বয়সী ছেলের জন্মদিনের পার্টি উপলক্ষে অনেকে বাড়িটিতে জড়ো হয়েছিলেন। বন্দুকধারীর গুলিতে বাড়ির মালিক মেলিসা প্যারেট (৪৪) নিহত হয়েছেন। নিহত অন্যরা হলেন শেন মিলার (২০),হেইডেন রিবিকি (২০) এবং ডেলানি ইরি (১৯)। সন্দেহভাজন হামলাকারী গার্ভে পার্টিতে আমন্ত্রিত ছিলেন না।

ফ্লোরেন্স হলো প্রায় ৩৬ হাজার লোকের একটি শহর,যা ওহাইওর সিনসিনাটি থেকে প্রায় ১৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সর্বশেষ - সারাদেশ