আমেরিকার আইওয়া অঙ্গরাজ্যের একটি হাইস্কুলে একজন শিক্ষার্থী ৬ জনকে গুলিবিদ্ধ করেছে। যাদের মধ্যে একজন মারা গেছেন। এছাড়া বন্দুকধারী শিক্ষার্থী নিজেও নিহত হয়েছেন। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আইওয়া পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার ছিল আইওয়ার পেরি হাইস্কুলের স্প্রিং সিমেস্টারের ক্লাস শুরুর প্রথম দিন। এদিন সকাল সাড়ে ৭ টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
গুলিবিদ্ধ ৪ জন ওই স্কুলের শিক্ষার্থী এবং একজন প্রশাসক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ইম্প্রোভাইজড বিস্ফোরক ডিভাইস জব্দ করা হয়েছে।
নিহত শিক্ষার্থীর বয়স আনুমানিক ১২ বছর বলে জানান আইওয়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সহকারী পরিচালক মিচ মর্টভেট।
তিনি বলেন, সে ষষ্ঠ গ্রেডের শিক্ষার্থী ছিল। আর হামলাকারী শিক্ষার্থীর বয়স ১৭ বছর। তার নাম ডিলান বাটলার বলে জানা গেছে। অন্যদের গুলি করার পর সে নিজেকেও গুলি করেছে বলে ধারণা করা হচ্ছে।