
জেমস আব্দুর রহিম রানা :: যশোর সার্কিট হাউজে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সুবিধা ভোগের অভিযোগে মো. আব্দুস সালাম (৬৭) নামে এক প্রতারককে আটক করেছে জেলা প্রশাসন। বুধবার দুপুরে সার্কিট হাউজে অবস্থানকালে পরিচয় সন্দেহজনক মনে হলে জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেন এবং প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে কোতোয়ালি থানা পুলিশের হাতে তুলে দেন।
আটক আব্দুস সালাম মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলাঞ্চি গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে। তিনি গত তিন মাসে অন্তত তিনবার সার্কিট হাউজে উঠে নিজেকে কখনো রংপুর জেলার জেলা প্রশাসক,আবার কখনো বিভিন্ন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে পরিচয় দিয়েছেন।প্রতিবারই তিনি রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত আবাসন,খাবারসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা বিনা খরচে গ্রহণ করতেন।
প্রশাসনিক সূত্রে জানা গেছে, তিনি অতীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন এবং কোনোভাবেই তার সরকারি চাকরির সঙ্গে সংশ্লিষ্টতা নেই।
বুধবার দুপুরে সার্কিট হাউজে তার কথাবার্তা, আচরণ এবং পরিচয়পত্র প্রদর্শনে অনীহা দেখে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সন্দেহ প্রকাশ করেন। উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মাসুম বিল্লাহ, ভারপ্রাপ্ত জোনাল সেটেলমেন্ট অফিসার জাকির হোসেন ও এনডিসি রেজওয়ান সরদার।
জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তিনি নিজ পরিচয়ের সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পরে তার গ্রামের ঠিকানা যাচাই করে জানা যায়, তিনি কোনো সরকারি কর্মকর্তা নন এবং অতীতে কোনো সরকারি পদেও ছিলেন না। এতে নিশ্চিত হয় যে তিনি প্রতারণার মাধ্যমে নিজের পরিচয় তৈরি করে বারবার সার্কিট হাউজে অবস্থান করছিলেন।
এদিকে আবদুস সালাম কী উদ্দেশ্যে এসব প্রতারণা করতেন, কিংবা তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র যুক্ত আছে কিনা—তা খতিয়ে দেখছে পুলিশ। তার ব্যবহৃত মোবাইল ফোন, কাগজপত্রসহ জব্দ করা সামগ্রীরও বিশদ পরীক্ষা চলছে।
জেলা প্রশাসন বলছে, ভবিষ্যতে এ ধরনের প্রতারণা ঠেকাতে অতিথিদের পরিচয়পত্র যাচাই, পদবী নিশ্চিতকরণ এবং সরকারি ডাটাবেজ মিলিয়ে দেখার প্রক্রিয়া আরও কঠোর করা হবে।