যশোর প্রতিনিধি :: যশোরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৬ এর অভিযানে ১৬৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
রবিবার ( ৩ নভেম্বর ) সকালে যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে যশোর ক্যাম্পের সদস্যরা ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী থানাধীন জিয়াবাড়ী গ্রামের তসলিমের ছেলে আনিছুল রহমান (৩৫) ও দক্ষিন দুয়ারি গ্রামের নছির উদ্দিনের ছেলে নুর আলম (১৯)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা পরষ্পরের দীর্ঘদিন যাবৎ ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামল রুজু পূর্বক সংশ্লিষ্ট থানায় আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।