যশোর আজ শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে র‌্যাবের অভিযানে জাল এনআইডি তৈরীর কারিগর গ্রেফতার

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১০:৪৭ পূর্বাহ্ণ
যশোরে র‌্যাবের অভিযানে জাল এনআইডি তৈরীর কারিগর গ্রেফতার
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব সদস্যদের হাতে জাল এনআইডি তৈরীর কারিগর ও চৌগাছা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াসিন আরাফাত সুমন ( ৩০) গ্রেফতার হয়েছে।

বৃহষ্পতিবার ( ৯ ফেব্রুয়ারী ) সকালে যশোর র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা কোতয়ালী থানাধীন এয়ারপোর্ট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে।

র‌্যাব -৬ এর দেওয়া এক বিজ্ঞপ্তি হতে জানা যায়,চৌগাছা উপজেলা নির্বাচন অফিসের সাবেক ডাটা এন্ট্রি অপারেটর ইয়াসিন আরাফাত সুমন কর্মরত থাকাকালীন বিভিন্ন সময়ে অবৈধ্যভাবে অসৎ উদ্দেশ্যে কর্মরত থাকা কালীন সময়ে মোহাম্মদ হযরতআলী নামের এক ব্যাক্তিকে অর্থ চুক্তিতে এনআইডি ডাটাবেইজে অন্তভূক্তির উদ্দেশ্যে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করে।

পরবর্তী সময়ে হযরতআলীর ফিঙ্গার প্রিন্টের সহিত ফাতেমা আক্তার টুম্পা নামে মহিলার ডুপ্লিকেট ম্যাচিং ধরা পড়ে। এ ঘটনায় চৌগাছা উপজেলা নির্বাচন অফিসার বাদী হয়ে চৌগাছা থানায় সুমনের নামে মামল করেন ও তাহাকে চাকুরী হতে বরখাস্ত করেন।

ঘটনা জানাজানির পর হতে সুমন আত্নে চলে যায়।মামলা রুজুর পর হতে র‌্যাব-৬ এর সদস্যরা গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে আসামী আটকের অভিযান শুরু করেন। তথ্য প্রযুক্তি ব্যাবহার করে র‌্যাব আসামীর অবস্থান শনাক্ত করলে বৃহষ্পতিবার যশোরের এয়াপোর্ট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পলাতক থাকা সুমনকে গ্রেফতার করেন।

প্রাথমিক জিঙ্গাসাবাদেউ সে তার অপকর্মের কথা স্বীকার করেছে বলে আরো জানা গেছে। গ্রেফতারকৃত আসামীকে আইনাণুগ ব্যাবস্থা গ্রহণের নিমিত্তি চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ