যশোর প্রতিনিধি :: যশোরের অভয়নগর উপজেলায় সুব্রত মন্ডল (৫০) নামের এক মাছ চাষীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বুধবার ( ১১জানুয়ারী )সকালে উপজেলার দামুখালী গ্রামে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা ঘটনার বর্ননায় জানান,পায়রা ইউনিয়নে অবস্থিত দামুখালী স্কুল মাঠের পাশেই ব্রজনের চায়ের দোকানে বসে চা পান করছিলো অনাদি মন্ডলের ছেলে সুব্রত। এ সময় অজ্ঞাত সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে চলে যায়।ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অভয়নগর থানার এ এস আই সুলতান দুর্বৃত্তদের গুলিতে নিহতের সত্যতা নিশ্চিত করে জানান,পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরাদেহ উদ্ধার করেছে।
উল্লেখ্য নিহত সুব্রত খুলনা জেলার ফুলতলা বাজার বণিক সমিতির সদস্য রাকিবুল ইসলাম হত্যা মামলার আসামী ও তার নামে অভয়নগর থানায় একাধিক মামলা রয়েছে।