যশোর প্রতিনিধি :: যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো একজন মারা গেছেন। রবিবার ( ৩ সেপ্টেম্বর ) দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।
মৃতের নাম ইয়াসিন ( ১৮ )। সে যশোরের অভয়নগর উপজেলার বাগুটিয়া এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে।এ নিয়ে জেলায় রোগটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে।
সোমবার ( ৪ সেপ্টেম্বর ) যশোর জেলা সিভিল সার্জনের কার্যালয় ও যশোর ২৫০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ এতথ্য জানিয়েছে।
যশোর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ( আরএমও ) পার্থ প্রতীম চক্রবর্তী জানিয়েছেন,ইয়াসিন নামের এই রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩১ আগস্ট খুলনা থেকে যশোরে এসে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়।
পরবর্তীতে চিকিৎসক তাকে আইসিইউ অথবা খুলনা বা ঢাকায় রেফার্ড করেন। রোগীর স্বজনরা তাকে খুলনা বা ঢাকায় না নেয়ায় যশোর হাসপাতালের আইসিইউ বেড খালি হওয়ার পর ২ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩ সেপ্টেম্বর দুপুরে সে মারা যায়।
এদিকে, সিভিল সার্জন যশোর কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় ৫৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১২৯ জন।