যশোর প্রতিনিধি :: যশোর জেলা গোয়েন্দা শাখা ( ডিবি ) পুলিশের সফল অভিযানে ৬০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ দুই জন গ্রেফতার হয়েছে।গ্রেফতারকৃতরা হলো যশোরের শার্শা উপজেলার ধান্যতাড়া গ্রামের আমির হোসেন গাজীর ছেলে আঃহান্নান (২৭) ও একই গ্রামের আয়ুব আলীর ছেলে আমিরুল ইসলাম (৪২)।
শুক্রবার ( ২২ সেপ্টেম্বর ) ডিবি যশোরের এসআই আমিরুল ইসলাম, এসআই আব্দুল্লাহ আল মামুনদ্বয়ের সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা শার্শা থানাধীন ধান্যতাড়া গ্রামের জনৈক আরব আলী হাজীর বসত বাড়ির সামনে রাস্তার উপর হতে চিহ্নিত ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
Discussion about this post