যশোর প্রতিনিধি :: যশোরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চোর সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার সহ চোরাই মোবাইল ও ১.৫ভরি স্বর্ণালংকার উদ্ধার হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো সাতক্ষীরা জেলার আশাশুনি থানার অন্তর্গত নৈকাঠি গ্রামের মোঃ আইয়ুব হোসনের ছেলে মোঃ শাকিল হোসেন (২২), যশোর জেলার কতোয়ালী থানাধীন পুলেরহাট তপসীডাঙ্গা গ্রামের মোঃ আব্দুল ওহাবের ছেলে মোঃ সুমন হোসেন (২৭)।
একি থানার অন্তর্গত চাচড়া রায়পাড়া এলাকার মোঃ রাসুর ছেলে মোঃ জনি ওরফে খোড়া জনি (২৫), ভাতুড়িয়া গ্রামের আব্দুল করিম গাজীর স্ত্রী রুবিনা আক্তার (৩০) ও একই গ্রামের মৃতঃ আবু তালেব গাজীর ছেলে করিম গাজী(৪৫)।
শনিবার ( ২২ অক্টোবর) রাত হতে ২৩ তারিখ ভোর সকাল পর্যন্ত যশোরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চোর চক্রের ঐ পাঁচ সদস্যকে আটক করে ডিবি পুলিশ।
যশোর জেলা গোয়েন্দা শাখার দেওয়া প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়, গত ২৮ আগস্ট ২১ ইং তারিখে কতোয়ালী থানাধীন খড়কী বামনপাড়ায় রেজাউল করিমের বসত বাড়ীর দোতলার জানালার গ্রীল কেটে রুমে ঢুকে আলমারি ভেঙ্গে ৬ ভরি স্বর্ণালংকার, নগদ টাকা ও ২টি স্যামসাং মোবাইল সেট চুরি যায়।
এ সংক্রান্তে রেজাউল করিম থানায় মামলা দ্বায়ের করেন। কতোয়ালী থানার মামলা নং- ৪৫ তাং- ১১/৯/২০২১ ইং। পরবর্তীতে যশোর পুলিশ সুপার মামলাটির তদন্তভার ডিবি পুলিশের উপর ন্যাস্ত করেন।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপন কুমার সরকারের তত্তাবাধনে দায়িত্ব প্রাপ্ত তদন্ত কর্মকর্তা এসআই মফিজুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় রাতভর যশোরের বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে গ্রীলকাটা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেন।
এ সময় তাদের হেফাযত হতে চুরি যাওয়া ২টি মোবাইল ফোন,১টি স্বর্নের চেইন,চোরাই সন্ধিগ্ধ মোট ১.৫ভরি স্বর্ণালংকার উদ্ধারসহ ঘর ভাঙ্গার সরঞ্জাম জব্দ করেন।
গ্রেফতারকৃত আসামীদের প্রধান শাকিল সহ ৩ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন বলে আরো জানা যায়। ধৃত আসামী শাকিল ও জনির নামে একাধিক চুরির মামলা রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশ সূত্র নিশ্চিত করেন।