যশোর আজ মঙ্গলবার , ২৬ নভেম্বর ২০২৪ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

যশোরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ২৬, ২০২৪ ৮:২৯ অপরাহ্ণ
যশোরে গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুব কর্মশালা অনুষ্ঠিত
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

স্টাফ রিপোর্টার :: যশোর জেলায় গ্রামআদালত সক্রিয় করণ ও গ্রাম আদালতে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণবৃদ্ধি সংক্রান্ত গ্রাম আদালত জেন্ডার চ্যাম্পিয়ন বিষয়ক যুবকর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি এবং গণপ্রজাতন্ত্রীবাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে স্থানীয় সরকার, পল্লীউন্নয়ন ও সমবায়মন্ত্রণালয়ের আওতায় স্থানীয়সরকারবিভাগ কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে গ্রাম সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্পের মাধ্যমে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করার লক্ষ্যে যশোর জেলা প্রশাসন ২৫নভেম্বর২৪ সোমবার সকালে এই সভার আয়োজন করে।

জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক, স্থানীয় সরকার মোঃরফিকুলহাসান।

বক্তব্যে তিনি বলেন,এই সভার মূল উদ্দেশ্য হলো যুবকদের গ্রাম আদালত বিষয়ে অবগত করা, জেন্ডার বিষয়ে ধারনা প্রদান করা। যাতে তারা এলাকায় ফিরে গিয়ে তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের মানুষের মধ্যে গ্রাম আদালত বিষয়ে মানুষকে সচেতন করতে পারে।

সভায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ ৩য় পর্যায় প্রকল্পের প্রোগ্রাম এনালিস্ট শরীফা পারভীন প্রকল্প পরিচিতি, প্রকল্পেরঅগ্রগতি ও জেলার গ্রাম আদালতের মামলার তথ্য চিত্র তুলে ধরেন।

এ্যাডঃ মহিতোষ কুমার রায়, ডিস্ট্রিক্ট ম্যানেজার গ্রাম আদালত আইন ও বিধিমালা বিষয়ে সেসন পরিচালনা করেন। শামীমা আক্তার শাম্মী, জেন্ডার স্পেশালিস্ট,ইউএনডিপি জেন্ডার, নারী-পুরুষের বৈষম্য দূরীকরণ, অন্তভ‚ক্তিমূলক গ্রাম আদালত নিশ্চিত করণে যুব সমাজের ভূমিকা বিষয়ে সেসন পরিচালনাকরেন।

সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক,যুবউন্নয়ণ অধিদপ্তর, মহিলাবিষয়ক অধিদপ্তর ও বেসরকারীসংস্থা ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক মনোনীত ০৮ উপজেলার ৩০ যুবপ্রতিনিধি, বেসরকারী প্রতিষ্টানের প্রতিনিধি,গণমাধ্যম প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তা ও প্রকল্পের স্টাফবৃন্দ।

সর্বশেষ - ফিচার