যশোর প্রতিনিধি :: যশোরের জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে রেগগেট এলাকার শীর্ষ সন্ত্রাসী ইমন কাজী (২৫)সহ সোহাগ শেখ (২৬) নামের আরো এক অপরাধী গ্রেফতার হয়েছে।
গ্রেফতার হওয়া সন্ত্রাসী ইমন যশোর জেলার কোতয়ালি মডেল থানাধীন চাচড়া গ্রামের কাজী খালিদ হোসেনের ছেলে ও অপর ধৃত সোহাগ শেখ একই জেলা ও থানাধীন রেলগেট এলাকার মৃত মুন্না শেখের ছেলে।
শুক্রবার ( ১৪ ফেব্রুয়ারী ) সকালে কোতয়ালী মডেল থানাধীন পুলেরহাট কৃষ্ণবাটি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যৌথ বাহিনী। এসময় তাদের হেফাযতে থাকা ১টি গাছি দা,১টি ছুরি ,২টি বার্মিচ চাকু ও ২টি এ্যপাচি মটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করে যৌথ বাহিনী।
এ সংক্রান্তে এস আই কামরুজ্জামান বাদী হয়ে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেছেন বলে যশোর জেলা গোয়েন্দা শাখা সূত্র নিশ্চিত করেন। যাহার মামলা নং-২৭/৯৯ ও তারিখ ১৪-২-২০২৫ইং।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ পূর্বক জেল হাজতে পাঠানো হয়েছে এবং মামলার বাকী আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।