যশোর আজ মঙ্গলবার , ৫ এপ্রিল ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল পাস,অনিয়ম-দুর্নীতিতে ১০ বছরের দণ্ড

প্রতিবেদক
Jashore Post
এপ্রিল ৫, ২০২২ ৯:৫৭ পূর্বাহ্ণ
মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল পাস
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মোংলা বন্দরের স্থাপনা ও সম্পত্তি ব্যবস্থাপনা,পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার বিধান রেখে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ সংসদে পাস হয়েছে।

সোমবার ( ৪ এপ্রিল ) জাতীয় সংসদে স্পিকার ডঃ শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি সংসদে পাসের প্রস্তাব করেন। পরে তা কণ্ঠভোটে পাস হয়। এর আগে, বিলের ওপর দেওয়া জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি করা হয়।

গত বছরের ৩ এপ্রিল বিলটি সংসদে ওঠানোর পর দুই মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। ওই বছরের জুন মাসে কমিটি বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপন করে। পরে সেপ্টেম্বর মাসে বিলটি আবারও সংসদীয় কমিটিতে পাঠানো হয়।

উচ্চ আদালতের নির্দেশে ১৯৭৫ সাল থেকে ১৯৭৮ সালে সামরিক শাসনামলে প্রণীত আইনগুলো বাতিল করা হচ্ছে। সেজন্য ‘মোংলা পোর্ট অথরিটি অর্ডিন্যান্স- ১৯৭৬’ এর পরিবর্তে নতুন এই আইন করা হচ্ছে।

বিলে বলা হয়েছে, বন্দরের কোনো স্থাপনা নির্মাণ, ব্যবস্থাপনা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সরকারি বিধি অনুসারে ঠিকাদার হিসাবে নিয়োগ করা যাবে। আগের আইনে এটা ছিল না।বন্দর কর্তৃপক্ষ এক লাখ টাকা পর্যন্ত আদায়যোগ্য টোল, রেট, ফি ও মাশুল সরকারের পূর্বানুমোদন ছাড়া সম্পূর্ণ বা আংশিক মওকুফ করতে পারবে নতুন আইনে।

সেখানে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা জাহাজ বন্দর সীমানা দূষিত করলে, প্রথম অপরাধের ক্ষেত্রে অন্যূন এক বছর, অনধিক দুই বৎসর কারাদণ্ড বা অন্যূন ৫০ হাজার টাকা, অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড; পরবর্তী প্রতিটি অপরাধের ক্ষেত্রে অন্যূন দুই বছর, অনধিক ১০ বছরের কারাদণ্ড বা অন্যূন দুই লাখ টাকা, অনধিক ১০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

প্রয়োজনে দেশের যেকোনো স্থানে মোংলা বন্দর কর্তৃপক্ষের কার্যালয় স্থাপন করার সুযোগ রাখা হচ্ছে নতুন আইনে।কর্তৃপক্ষের দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

বন্দরের বিভিন্ন এলাকা ও স্থানকে সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করার সুযোগ থাকছে।বন্দরে পণ্য বোঝাই, সংরক্ষণ, খালাস ও সরবরাহের জন্য প্রয়োজনে প্রচলিত পদ্ধতি অনুসরণ করে অপারেটর নিয়োগের বিধানও যুক্ত করা হয়েছে।বিলে বলা হয়, টোল, রেট, মাশুল ইত্যাদি ফাঁকি দিলে ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড দেওয়া যাবে।

এ আইনের অধীন যে অপরাধ হবে সেগুলো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার হবে। পাশাপাশি মোবাইল কোর্টেও বিচারের সুযোগ থাকবে। এর ফলে বন্দর পরিচালনায় স্বচ্ছতা আসবে, দুর্নীতি ও চুরি-চামারি কমবে বলে প্রতিমন্ত্রী জানান।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

চুরির অপবাদে কিশোরকে বেঁধে নির্যাতন

মোটরসাইকেলের ইঞ্জিনবক্সে মিললো ইয়াবা

মোটরসাইকেলের ইঞ্জিনবক্সে মিললো ইয়াবা

গৌরীপুরে খাজা উসমান খাঁ সিলভার পেনঅ্যাওয়ার্ড পেলেন সাত গুণী ব্যক্তি

গৌরীপুরে খাজা উসমান খাঁ সিলভার পেনঅ্যাওয়ার্ড পেলেন সাত গুণী ব্যক্তি

বেনাপোলের যানজট নিরসনে নবাগত ওসির তৎপরতায় জনমনে স্বস্তি

বেনাপোলের যানজট নিরসনে নবাগত ওসির তৎপরতায় জনমনে স্বস্তি

তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী করতে চায় সরকারঃডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

তরুণ জনগোষ্ঠীকে ডিজিটাল যুগের উপযোগী করতে চায় সরকারঃডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

গাইবান্ধায় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মানববন্ধন

গাইবান্ধায় প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থীদের মানববন্ধন

কারামুক্ত হলেন বিএনপি নেতা ফখরুল ও আমির খসরু

কারামুক্ত হলেন বিএনপি নেতা ফখরুল ও আমির খসরু

জন্মনিবন্ধনের মাধ্যমে টিকার আওতায় আসবে স্কুল শিক্ষার্থীরা

জন্মনিবন্ধনের মাধ্যমে টিকার আওতায় আসবে স্কুল শিক্ষার্থীরা

সয়াবিনতেল মজুদের দ্বায়ে বাগেরহাটের ব্যবসায়ীকে জরিমানা

সয়াবিনতেল মজুদের দ্বায়ে বাগেরহাটের ব্যবসায়ীকে জরিমানা

ফুচকা বিক্রির আড়ালে মাদক ব্যবসা! অতঃপর গ্রেপ্তার-২

ফুচকা বিক্রির আড়ালে মাদক ব্যবসা! অতঃপর গ্রেপ্তার-২