সেলিম আহম্মেদ :: যশোরের শার্শার বাগআঁচড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মিথ্যা অপপ্রচারের স্বীকার হচ্ছেন বলে দাবী জানিয়েছেন ভুক্তভোগী আমিন রিজাউল গাইন।সোমবার দুপুরে বাগআঁচড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্যে তিনি এ ভিন্ন মত প্রকাশ করেন।
জানা গেছে,যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া সাতমাইল গ্রামের মৃত সুলতান গাইনের ছেলে রিজাউল ইসলাম দীর্ঘ দিন ধরে সুনামের সহিত জমি জরিপ কারী ( আমিন )এর কাজ করে আসছেন।
সম্প্রতি একটি স্বার্থান্বেষী মহল তার সামাজিক ভাবে সুনাম নষ্ট করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করা হচ্ছে। ফলে তার সামাজিক সুনাম নষ্ট হচ্ছে।
এমতাবস্থায়,এলাকাবাসির মধ্যে বিরুপ মন্তব্যের সৃষ্টি হয়েছে। তারা রিজাউল গাইনের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য দাবী জানিয়েছে।
বাগআঁচড়া প্রেস ক্লাব আয়োজিত সংবাদ সম্মিলনে রিজাউল গাইন লিখিত বক্তব্যে জানান, আমি বিগত কয়েক বছর ধরে সততা নিষ্ঠা ও সুনামের সহিত এলাকায় জমি জরিপ (আমিন)কারী হিসাবে কাজ করে আসছি। যার রেজিষ্টিশন নং- পি এফ ৩৭২৩৩।
কিন্তু গত শনিবার একটি জমিজরিপ করাকে কেন্দ্র করে একটি মহল তাদের স্বার্থ চারিতার্থ না করতে পেরে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। যা আমার পেশাকে কলুষিত করেছে।