মালদ্বীপের পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছে একদল এমপি। এসব ঘটনা মালদ্বীপের সংসদের মেঝেতেই ঘটেছে।ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গেছে স্যুট, টাই পরা এদকল এমপি পাগলের মতো একে অপরের দিকে ঝাপিয়ে পড়ছে। তারা একে আপরকে ঘুষি, লাথি ও ধাক্কা দিচ্ছে।
ভিডিওতে থাকা দুই ব্যক্তি হলেন মালদ্বীপের ডেমোক্রেটিক পার্টি (এমডিপি ) এমপি ইসা ও ক্ষমতাসীন পিএনসি এমপি আবদুল্লাহ শাহীম আবদুল হাকিম।
দেশটির সংসদে ( ২৮ জানুয়ারি ) মোহাম্মদ মুইজ্জু সরকারের জন্য সংসদীয় অনুমোদনের জন্য একটি মূল ভোট হওয়ার কথা ছিল।
মালদ্বীপের সংবাদমাধ্যম আধাদু জানিয়েছে, নতুন চার মন্ত্রীকে মন্ত্রিসভায় যোগদানের বিলে অসম্মতি জানান বিরোধী দলের এমপিরা। সরকারি দলের এমপিরা বিরোধী দলের এমপিদের চেম্বারে প্রবেশের বাধা দেন।
এরপরই দুই দলের এমপিদের মধ্যে মারামারি লেগে যায়। সেখানেই চুল ধরে টানাটানি ও ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দুই এমপি। তারা একে অন্যকে কিল ঘুষিও মেরেছেন।
অন্য একটি ভিডিওতে এমপিকে স্পিকারের কানে একটি হর্ন বাজাতে দেখা যায়। স্পিকার এসময় কানে হাত দিয়ে শব্দ বন্ধ করার চেষ্টা করেন। এ ঘটনার পর প্রেসিডেন্ট মুইজ্জোর জোট একটি বিবৃতিতে স্পিকারের পদত্যাগের দাবি করেছেন।