মহেশপুর মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৪ নারীকে আটক করেছে ৫৮ বিজিবি। বিষয়টি নিশ্চিত করেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন,যশোর জেলার শার্শা থানার জামাল হোসেনের স্ত্রী রিপা বেগম (২৫),একই জেলার বাঘারপাড়া থানার কুদ্দুস আলী সিকদারের মেয়ে সপ্না খাতুন ও খাদিজা বেগম (২৩) এবং খুলনা জেলার সদর থানার আবু আল সিদ্দিক হাওলাদারের মেয়ে সাথী আক্তার (২৮)।
মঙ্গলবার ( ২ নভেম্বর ) ভোর রাতে চোরাই পথে ভারত হতে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।
গ্রেফতারের বিষয়ে ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক নজরুল ইসলাম খাঁন জানান,গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির টহল দল লেবুতলা মাঠ থেকে তাদেরকে আটক করে।
এ বিষয়ে ওসি সাইফুল ইসলাম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Discussion about this post