কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলায় ৩য় ধাপে চরফ্যাশন উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ ( ইউপি ) নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চুড়ান্ত করেছে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
শুক্রবার ( ২২ অক্টোবর ) রাতে এসব প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।আওয়ামীলীগের মনোনীত এই ৮ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন।
নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-অধ্যক্ষ নজরুল, নগর ইউপিতে বর্তমান চেয়ারমান মোহাম্মদ রুহুল আমিন হাওলাদার, ঢালচর ইউপিতে বর্তমান চেয়ারম্যান আবদুছ সালাম হাওলাদার, আবুবকরপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজ জমদার, আবদুল্লাপুর ইউপিতে বর্তমান চেয়ার ম্যান মোহাম্মদ আল এমরান।
ওসমানগঞ্জ ইউপিতে বর্তমান চেয়ারম্যান আশরাফুল আলম, চর মানিকা ইউপিতে বর্তমান চেয়ারম্যান শফিউল্যাহ হাওলাদার, রসুলপুর ইউপিতে বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম পন্ডিত ও চর কুকুরী মুকরী ইউপিতে বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনকে মনোনীত করা হয়েছে।