যশোর আজ রবিবার , ৯ জানুয়ারি ২০২২ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ৯, ২০২২ ৭:০৭ পূর্বাহ্ণ
ভোলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার লালমোহনে একটি যাত্রীবাহি ডাইরেক্ট বাস নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে পথচারীসহ ৩০ যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।


শনিবার ( ৮ জানুয়ারী ) সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের বেদরকারী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহতরা বিভিন্ন এলাকার বাসিন্দা।


স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চরফ্যাশন থেকে ছেড়ে আসা একটি যাত্রবাহি ডাইরেক্ট বাস লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের পর বেদরকারী এলাকায় নিয়ন্ত্রন হাড়িয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করেন এবং আহতদের লালমোহন ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার দেওয়া হয়।


লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেন। দূর্ঘটনার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দূর্ঘটনায় নিহতের কোন খবর পাওয়া যায়নি। তবে বাসটি উদ্ধার করা হলে দেখা যাবে নিচে বা ভিতরে কেউ আটকে আছে কিনা।

সর্বশেষ - সারাদেশ