কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলার লালমোহনে দুইশত পিচ ইয়াবাসহ স্বপন ফরাজী (২৯) হাফেজ মুন্সি (৩৫) নামের দুই যুবককে আটক করেছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)
ভোলায় ইয়াবাসহ আটক দুই
শনিবার ( ২৮ মে ) রাত সাড়ে ৮ টার দিকে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর উমেদ ৫ নং ওয়ার্ডের পাঙ্গাসীয়া ব্রীজের উত্তর পাশে রিপনের তেলের দোকানের সামনে পাকা সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।https://jashorepost.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b2%e0%a6%a8%e0%a6%be%e0%a6%97%e0%a6%be%e0%a6%a6-%e0%a6%95%e0%a6%be/
আটককৃত স্বপন ফরাজী চরফ্যাশন থানার ওসমানগঞ্জ ইউনিয়নের বাসিন্দা ও হাফেজ মুন্সি চরফ্যাশন পৌরসভা ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশ জানিয়েছেন তারা মাদক ব্যবসায়ী।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ শেখ মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের পশ্চিম চর উমেদ ৫ নং ওয়ার্ডের পাঙ্গাসীয়া ব্রীজের উত্তর পাশে রিপনের তেলের দোকানের এলাকায় অভিযান চালিয়ে স্বপন ফরাজী ও হাফেজ মুন্সি নামের দুই যুবককে ২ শত পিচ ইয়াবাসহ আটক করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে।