কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি :: ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. বারেক ( ৭০ ) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।সে পেশায় একজন কৃষক ছিলেন।
শুক্রবার ( ২০ মে ) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ বারেক উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সূর্যখালী এলাকার মৃত আসলাম পাটোয়ারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, সকালে নিজ বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরু আনতে গিয়ে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) মোঃ মিজানুর রহমান পাটোয়ারী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কারোর অভিযোগ না থাকায় তার মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।