কামরুজ্জামান শাহীন,ভোলা প্রতিনিধি:: ভোলা শহরের ইসলামীয় আবাসিক হোটেলে অসামাজিক কার্যকালাপে জড়িত থাকার অভিযোগে হোটেল ম্যানেজারসহ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ( ২২ ফেব্রুয়ারী ) দুপুরের দিকে ভোলা সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ আরমান হোসেনের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন ভোলা সদর উপজেলার ধনীয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মাঝী বাড়ির হোটেল ম্যানেজার মনির মাঝী ( ৩২ ),চরফ্যাশন উপজেলার আমিনাবাদ ইউনিয়নের কুলসুবাগ গ্রামের শফিকুল ইসলাম ঢ়াড়ীর ছেলে মোঃ রাসেল ওরফে রায়হান ( ২৪ ) ও শরিয়পুর জেলার পালং থানার চিকনদী,পশ্চিম আটপাড়ার নজরুল হক আখনের কণ্যা শান্তা আক্তার মায়া ( ২৭)।
ভোলা মডেল থানার ওসি তদন্ত আরমান হোসেন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভোলা শহরের ইসলামীয়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে হোটেল ম্যানেজারসহ এক তরুণ ও এক তরুণীকে আটক করা হয়েছে। সুন্দর সমাজ নিরাপদ শহর গড়তে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।