যশোর আজ শনিবার , ৪ নভেম্বর ২০২৩ ৩রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ভোটের আগে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৪, ২০২৩ ৯:৫৪ পূর্বাহ্ণ
ভোটের আগে পর্যবেক্ষক পাঠাবে কমনওয়েলথ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে কমনওয়েলথ। ভোটের আগের পরিস্থিতি দেখতে চলতি মাসের তৃতীয় সপ্তাহে কনওয়েলথের একটি প্রাক-নির্বাচনী পর্যবেক্ষণ দল আসতে পারে।

শুক্রবার ( ৩ নভেম্বর ) প্রধান নির্বাচন কমিশনার ( সিইসি ) কাজী হাবিবুল আউয়াল বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

সিইসি বলেন, নভেম্বরের তৃতীয় সপ্তাহে একটি প্রি-অ্যাসেসমেন্ট টিম পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে কমনওয়েলথের পরিচালক ( ইলেকশন মনিটরিং )। প্রি-অ্যাসেসমেন্ট দলের পরিস্থিতি পর্যবেক্ষণের পর নির্বাচনের সময়ও তাদের একটা দল আসবে আশা করছি আমরা।

জানা গেছে, ই-মেইলের মাধ্যমে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠানোর ইচ্ছা প্রকাশ করে কমনওয়েলথ। পর্যবেক্ষক দলটি আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ঢাকায় থাকবে। প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের পর্যবেক্ষণ কমনওয়েলথ মহাসচিবকে জানানোর পরে নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়ে সংস্থাটি সিদ্ধান্ত নেবে।

এর আগে ঢাকায় প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠায় ইউরোপীয় ইউনিয়ন ( ইইউ ) এবং তারা নির্বাচনকালে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য তারা জানায়, দ্বাদশ জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে তারা ঢাকায় চার সদস্যের পর্যবেক্ষক দল পাঠাবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত