সর্বশেষ খবরঃ

ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ক্রিকেটার তামিম

ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ক্রিকেটার তামিম
ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান ক্রিকেটার তামিম

বন্যায় ভেসে যাচ্ছে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা। চারদিকে বন্যাদুর্গত মানুষের হাহাকার। এমন পরিস্থিতিতে সব ভেদাভেদ ভুলে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে বলছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সকলকে এই আহ্বান জানান তামিম।

স্মরণকালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্বত্য চট্টগ্রাম ভেসে যাচ্ছে। দেশের এমন ক্রান্তিলগ্নে ভেরিফায়েড ফেসবুক পেজে তামিম লিখেছেন, ‘ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালীসহ দেশের আরও অনেক এলাকা বন্যার ভয়াল ছোবলে আক্রান্ত। কঠিন এই সময়ে আমাদের সবার দায়িত্ব দুর্গতদের সহায়তা করার।

রেষারেষি ও ভেদাভেদ ভুলে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এই ক্রিকেটার, ‘ব্যক্তিগতভাবে কাকে কার পছন্দ, কাকে অপছন্দ, কার কী মতবাদ,এসব ভাবার সময় এখন নয়। কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে মানুষের পাশে থাকার জন্য।

বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। কেউ ত্রাণ দিয়ে, কেউবা আর্থিক অনুদান পাঠাচ্ছেন অসহায় মানুষের জন্য। সবার এই প্রচেষ্টা দেখে তামিম নিজেও সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালন করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন।

তামিম আরও বলেন, ‘আমি নিজের দায়িত্ব পালন করার চেষ্টা করছি। যে সংস্থা ও সংগঠনগুলোকে আমার কাছে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে হয়েছে, তাদের মাধ্যমে সহায়তা করেছি। সাধ্যমতো আরও করে যাব ইনশা আল্লাহ। মানুষকে উদ্ধার করতে ও নানাভাবে যারা মাঠপর্যায়ে নিরলস কাজ করে চলেছেন,সবার প্রতি কৃতজ্ঞতা।

‘এই দেশ অসংখ্য দুর্যোগের সঙ্গে লড়াই করে মাথা তুলে দাঁড়িয়েছে। এবারও আমরা সবাই একতাবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করব, সবাইকে নিরাপদ ও ভালো রাখব।’ – অতীতের লড়াই স্মরণ করিয়ে দিয়ে আরো যোগ করেন দেশসেরা ওপেনার।

দুর্যোগ–পরবর্তী সময়ের ভয়াবহতা তুলে ধরে তামিম বলেন, ‘আরেকটা কথা মনে রাখতে হবে, বন্যার তাৎক্ষণিক ধাক্কা সামলানোই শেষ কথা নয়।

পানি নেমে যাওয়ার পর দুর্গতদের পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা করতে হবে, ওষুধের ব্যবস্থা করতে হবে,বাসস্থানের ব্যবস্থা করতে হবে। সেই দায়িত্ব আমাদের সবার। সবাই মিলেই চেষ্টা করব তাদের আবার সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দেওয়ার জন্য।

আরো খবর

দুবলার চরে 'রাস পূর্ণিমা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
দুবলার চরে রাস পূর্ণিমা পূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে কোস্ট গার্ড
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ যুবতী গ্রেফতার
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
হাতিয়ায় ৬ হাজার ৪শত কেজি জাটকা জব্দ
মণিরামপুরে জামায়াত প্রার্থী গাজী এনামুল হকের নির্বাচনী গণ সংযোগ
মণিরামপুরে জামায়াত প্রার্থী গাজী এনামুল হকের নির্বাচনী গণ সংযোগ
দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ
দুমকিতে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের কলাবাগান কেটে ফেলার অভিযোগ
পরিদর্শক পদে পুলিশের ২৭৩ জন এস আই এর পদোন্নতি
পরিদর্শক পদে পুলিশের ২৭৩ জন এস আই এর পদোন্নতি
বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ
বগুড়া-০৪ আসনে ধানের শীষের টিকেট পেলেন মোশাররফ
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোবিন্দগঞ্জে পৃথক অভিযানে সাড়ে সাত কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার