নূরে হাবিব,শার্শা প্রতিনিধি:: যশোরের শার্শার প্রতিটি ব্রয়লার মুরগি খামারীর বড়িতে এখন উৎসবের আমেজ। টানা ২ মাসে ব্রয়লার মুরগির দাম বেশি হওয়ায় অনেকই জমিয়েছেন টাকা,কেউ করেছেন নতুন খামার কেউ হাকিয়েছেন নতুন বাড়ি।
খামারীদের দেখলেই বোঝা যাচ্ছে তাদের মেজাজ এখন ফুরফুরে।চলতি বছরের শুরুতে ব্রয়লার মুরগীর দাম কেজি প্রতি ৯৫ থেকে লাফিয়ে ১১০ ও দ্বিতীয় ধাপে ১১৫-১২০ টাকার মধ্যেই ছিলো।যা এখন আরো বেড়ে ১৪৫-১৫০ টাকা হয়েছে। এই মূল্য বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন শার্শার বয়লার চাষীরা।
উপজেলার জামতলা,বালুন্ডা,গোগা,ইছাপুর,ঘিবা,লক্ষ্মণপুর,রাজাপুর,পানবুড়ি,বেনখড়ি,খড়িডাঙ্গা,চালতাবাড়িয়া,বাগআঁচড়া সহ আরও ৫/৭টি গ্রামের খামারীদের সাথে আলাপচারিতায় জানা যায়,মুরগীর ভালো দাম পাওয়ায় তারা আম্ফান ও করোনাকালীন ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠতে পারবেন।
তবে কেউ কেউ অভিযোগ করেছেন চলতি বছরের মার্চ ও আগষ্টে মুরগির গ্রোথ ভালো হয়নি। তারা দূষছেন ফিড ও ব্রয়লার বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানেকে। আবার কেউ বলছেন আবহাওয়া ভালো না হওয়াতে নির্দিষ্ট সময়ে মুরগির ওজন ভালো হয়নি। সবকিছুর পরেও মূল্য বৃদ্ধিতে খুঁশি তারা।
গত বছরের অক্টবরে ব্রয়লার ফিডের দাম বৃদ্ধির পরে প্রতি কেজি ব্রয়লার মুরগির উৎপাদন খরচ ছিলো ৯২- ৯৫ টাকা,পাইকার মূল্য ছিলো ৯৫- ১০০ টাকা। চলতি বছরের সেপ্টম্বরে পুনারাই ফিডের দাম বৃদ্ধিতে প্রতিকেজি মুরগির উৎপাদন খরচ বেড়ে ১০৫-১০৭ টাকাতে দাড়িয়েছে বলে আরো জানান তারা। বর্তমান পাইকাড়ি বাজার মূল্য কেজি প্রতি ১৪৫- ১৫০ টাকা।