যশোর আজ শুক্রবার , ২৬ আগস্ট ২০২২ ১৬ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

ব্রণ সমস্যায় সহায়ক কয়েকটি উপাদান

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২৬, ২০২২ ৪:৫২ অপরাহ্ণ
ব্রণ সমস্যায় সহায়ক কয়েকটি উপাদান
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মুখে ব্রণ হওয়াটা খুবই সাধারণ একটা সমস্যা। বয়ঃসন্ধির সময় তো বটেই নানা বয়সেই এই সমস্যা হতে পারে।লোমকূপের তলায় তৈলনিঃসরণ গ্রন্থি এবং মৃত কোষের জুগলবন্দিতে এই সমস্যা হয়।ব্রণ সমস্যায় সহায়ক সহায়ক কয়েকটি উপাদান সম্পর্কে জেনে নিই।

ব্রণ বেরলে অনেকেই দৌড়ান চিকিৎসকের কাছে। অনেকেই দামি ক্রিম বা ওষুধ ব্যবহার করতে শুরু করেন। কিন্তু বাড়িতে হাতের কাছেই রয়েছে এমন অনেক উপাদান, যা দিয়ে অতি সহজে সমাধান করা যায় এই সমস্যার।

শশা

শশাতে রয়েছে ভিটামিন এ, ডি এবং ই যা প্রতিটিই ত্বকের জন্য মারাত্মক ভালো। শসা থেঁতো করে মুখে লাগিয়ে রাখতে পারেন। ২০ মিনিট লাগিয়ে রাখার পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন মুখ।

এছাড়াও শসাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন। শসা গোল গোল করে কেটে অন্তত একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। তারপর সেই পানি খেয়েও নিতে পারেন, বা ওই পানি দিয়ে মুখও ধুয়ে নিতে পারেন।

টুথপেস্ট

ফেসপ্যাকের মতো করে ব্যবহার করতে পারেন টুথপেস্ট। মুখের অতিরিক্ত তেল টেনে নেওয়ায়র ক্ষমতা আছে এই পেস্টের। ফলে তৈলাক্ত ত্বকের কারণে যাদের মুখে ব্রণ বা গোটা বেরয়, তারা টুথপেস্ট ব্যবহার করে উপকার পেতে পারেন। তবে বেশি নয়, খুব অল্প পরিমাণে ব্যবহার করুন ব্রণের জায়গায়।

গ্রিন টি

গ্রিন টি গোটা বা ব্রণের বিরুদ্ধে খুবই কার্যকরী। গরম পানি গ্রিন টি বানান। তারপর সেই গ্রিন টি একদম ঠাণ্ডা করে ব্রণ বা গোটার জায়গায় ব্যবহার করুন। তুলায় ভিজিয়ে ব্যবহার করতে পারেন।

সে ক্ষেত্রে ভালো করে ত্বকের ওপর মিশতে পারবে চায়ের মিশ্রণটি। যদি টি ব্য়াগ থেকে গ্রিন টি বানান, তাহলে ঠাণ্ডা গ্রিন টি ব্যাগটিও রাখতে পারেন ত্বকের ওপর। মিনিট ২০ রাখার পর ধুয়ে নিন।

অ্যাসপিরিন

খাওয়ার ওষুধ হিসেবেই নয়, ব্রণ বা গোটা সারাতেও এই ওষুধের জুড়ি নেই। এতে থাকা স্যালিসাইলিক অ্যাসিড ব্রণ তাড়াতাড়ি শুকিয়ে দেয়। চার-পাঁচটা ট্যাবলেট প্রথমে গুঁড়িয়ে নিন। তারপর সেগুলো অল্প পানির সঙ্গে মেশান। এমনভাবে মেশাবেন, যাতে একটা পেস্ট তৈরি হয়।

রাতে শুতে যাওয়ার আগে পেস্ট আক্রান্ত জায়গায় লাগান। সকালে উঠে ধুয়ে ফেলুন। ত্বক খুব স্পর্শকাতর হলে, কয়েক মিনিট লাগিয়ে রেখে ধুয়ে নিতে পারেন।

রসুন

রসুন ব্রণের বড় শত্রু। এটি ব্যবহার করাও খুব সহজ। এক-দুই কোয়া রসুন দুই টুকরা করে কেটে নিন। তারপর ব্রণের জায়গায় রসটা লাগান। মিনট পাঁচেক পরে ধুয়ে ফেলুন। রাতে শুতে যাওয়ার আগে এটা করলে পরদিন সকালে ত্বকের উন্নতি টের পাবেন।

লেবুর রস

তুলায় করে লেবুর রস ব্রণের জায়গায় লাগিয়ে নিতে পারেন। লেবুর রসের সঙ্গে দারুচিনির মিশ্রণ তৈরি করে, রাতে শুতে যাওয়ার আগে সেটা ব্রণের ওপর লাগিয়ে রাখতে পারেন। সকালে হালকা উষ্ণ পানিতে ধুয়ে নেবেন।

এছাড়াও ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন। তারপর একটি পাতলা কাপড়ে বরফ মুড়ে ব্রণের উপর সেঁক দিন। এতে ব্রণের ফোলাভাব কমে যাবে।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

কেশবপুরে কৃষকের মাঝে বিনামূল্য ধানের বীজ ও সার বিতরণ

অভিষেককে জেরা করতে পারবে সিবিআইঃহাইকোর্ট

অভিষেককে জেরা করতে পারবে সিবিআইঃহাইকোর্ট

বেনাপোল স্থলবন্দরের পণ্য পাচার ঘটনায় দুই জন বদলী

বেনাপোল স্থলবন্দরের পণ্য পাচার ঘটনায় দুই জন বদলী

নগর মাতৃসদন কেন্দ্রে অব্যবস্থপনায় নবজাতক মৃত্যুর অভিযোগঃনীরব স্বাস্থ্য অধিদপ্তর

বেনাপোলে নিখোঁজ থাকা রেশমা হিজড়ার লাশ উদ্ধার ও গ্রেফতার-১

বেনাপোলে নিখোঁজ থাকা রেশমা হিজড়ার লাশ উদ্ধার ও গ্রেফতার-১

বিএনপি সংলাপে বসবে বিরোধী রাজননৈতিক দল গুলোর সাথে

প্রচণ্ড তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

প্রচণ্ড তাপদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা

জুলাই পুনর্জাগরণে খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

জুলাই পুনর্জাগরণে খাগড়াছড়িতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও

পুলিশের গুলিতে শিশু নিহতের ঘটনায় জনতার থানা ঘেরাও