যশোর আজ বুধবার , ৬ নভেম্বর ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোল রুটের বাসে ভাড়ার তালিকা মেরে দিলো ছাত্ররা

প্রতিবেদক
Jashore Post
নভেম্বর ৬, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
বেনাপোল রুটের বাসে ভাড়ার তালিকা মেরে দিলো ছাত্ররা
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

মাহমুদুল হাসান :: যশোর বেনাপোল রুটে চলাচলরত সকল যাত্রীবাহী বাসে হাফ ভাড়া নেওয়ার নির্দেশিকা সম্বলিত তালিকা মেরে দিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া বেনাপোলের ছাত্র প্রতিনিধিরা।

বুধবার ( ৬ নভেম্বর ) সকালে বেনাপোল লোকালবাস স্ট্যান্ডে অবস্থানরত সকল বাসের জানালার গ্লাসের হাফ ভাড়ার নির্দেশিকা সম্বলিত এই লিফলেট মেরে দেওয়া হয়।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র প্রতিনিধিরা সীমান্ত পরিবহন ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সজ্ঞে এক মতবিনিময় সভায় বসেন। সেখানে ছাত্ররা তাদের স্কুল ও কলেজে যাতায়াতাতের ক্ষেত্রে হাফ ভাড়া নেওয়ার দাবী জানান।

৬টি শর্তে ছাত্রদের দাবী মেনে যশোর- বেনাপোল রুটে চলাচলরত শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে বাস মালিক সমিতি বলে বিষয়টি নিশ্চিত করেন সিমান্ত পরিবহন বাস মালিক সমিতির যুগ্ন আহবায়ক মোঃ হাফিজুর রহমান।

এবিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোলের প্রতিনিধি আসাদুল্লাহ আল গালিব যশোর পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন বাস মালিক, চালক, কন্টাকটার ও হেলপার ভাইদের সহিত সাধারন শিক্ষার্থীদের সদাচারন ও সৌহার্দ্যপূর্ন সম্পর্ক বজায় রাখার নিমিত্তে উভয়ের জ্ঞাতার্থে আমরা ২৪ আগস্ট ২০২৪ইং তারিখে মালিক সমিতির সিদ্ধান্ত মোতাবেক হাফ ভাড়া কার্যকর করার তালিকা বাসে মেরে দিয়েছি।

এতে করে যশোর-বেনাপোল রুটে চলাচলরত শিক্ষার্থীদের কোন প্রকার হয়রানি হতে হবেনা অপর পক্ষে বাস কর্তৃপক্ষের সহিত শিক্ষার্থীদের সু সম্পর্ক বজায় থাকবে বলে আমরা আশাবাদী।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের আহবানে সাড়া দিয়ে বাস মালিক সমিতির এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও বেনাপোলের সুশীল সমাজ।

সর্বশেষ - সারাদেশ