মোঃ হাসানুজ্জামান হাসান, বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল প্রতিনিধি- দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের ঐতিহ্য বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মা সমাবেশ ও নব নির্মিত ৪র্থ তলা ভবনের শুভ উদ্ভোদন করেন যশোর-৮৫( ১) আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
বুধবার ( ১৫ ফেব্রুয়ারী ) সকাল ১০টার সময় বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে মা সমাবেশ ও নবনির্মিত ৪র্থ তলা ভবন উদ্ভোধন সহ নানা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সিরাজুল ইসলামের সঞ্চালনায় মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল।
অনুষ্ঠানের মধ্যমনি প্রধান অতিথি শেখ আফিল উদ্দিন এমপি বক্তব্যে বলেন- প্রতিটি সন্তানের নিখুঁত ও প্রধান শিক্ষক হল তার মা। আর একজন মায়ের কাছে সবচেয়ে বড় সম্পদ তার সন্তান। মায়ের গর্বে সন্তানের আগমন ঘটলে সেই সন্তান।পৃথিবীতে আসার আগে থেকে তার সন্তানকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখেন তার সন্তান দেশ সেরা ডাক্তার, ইন্জিনিয়ার, বড় অফিসার হবে।
আর সেই স্বপ্ন পূরণ করতে হলে সন্তাদের সাথে বন্ধুসুলভ আচরণ করতে হবে। তার লেখা পড়ার খোঁজ খবর নিতে হবে এবং শিক্ষকদের মাধ্যমেও খোঁজ নিতে হব। এক কথায় প্রতিটি পিতা-মাতাকে সেই সন্তান নামে সম্পদের প্রতি সর্বদ খেয়াল ও গুরুত্ব দিতে হবে।
তার বক্তব্যর আগে শিক্ষার্থীদের বিদ্যালয়ে চাওয়া প্রসঙ্গে বলেন,আমি তোমাদের সব চাওয়া পূরণ করবো,যদি তোমরা আমার একটি কথা রাখো।তোমাদেরকে সুশিক্ষিত ভালো মানুষ হতে হবে। যদি তোমরা আমাকে কথা দাও তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের সব দাবি আমি পূরণ করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম মঞ্জু, শার্শা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ কামাল হোসেন প্রমুখ।