যশোর প্রতিনিধি:: বাংলাদেশের বৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে ভারত হতে বিষ্ফোরক দ্রব্যের চালনা নিয়ে আসা ভারতীয় এক হেলপারের গলায় ফাঁস লাগানো লাশ উদ্ধার করেছেন বেনাপোল পোর্টথানা পুলিশ। নিহতের নাম লিনগালা নারসিমহোলা (৪৩) ও সে ভারতীয় নাগরিক।
সোমবার ( ১৭ ই জানুয়ারী )সকালে বন্দরের ৩১ নং সেডে রাখা ভারতীয় ট্রাকের মধ্য হতে গলায় ফাঁস লাগানো মরাদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক গুরুগু পোচায়াকে পুলিশ হেফাযতে নেওয়া হয়েছে।
নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান জানান,ভারতীয় ট্রাক হেলপারের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।ময়নাতদন্ত শেষে মৃত্যু রহস্য জানা যাবে।
বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান,ভারত হতে ১১ট্রাক বিষ্ফোরক দ্রব্য আমদানি হয় গত ১৫ জানুয়ারী। বিষ্ফোরকবাহী ট্রাকগুলো বন্দরে অবস্থান করছিলো,এর মধ্যে একটি ট্রাকের হেলপার অজ্ঞাত কারনে আত্নহত্যা করেছে বলে জানা যায়।
ইতিমধ্যে কাস্টমস কর্তৃপক্ষ ও একাধিক প্রশাসনিক কর্মকর্তা ও বন্দরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Discussion about this post