যশোর আজ বৃহস্পতিবার , ২২ আগস্ট ২০২৪ ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদক
Jashore Post
আগস্ট ২২, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
বেনাপোলে শিক্ষার্থীদের মানববন্ধন
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: ভারতীয় আগ্রাসন ও অসম পানি বন্টনের বিরুদ্ধে বন্দরনগরী বেনাপোলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার ( ২২ আগস্ট ) সকাল ১১.৩০ মিনিটে বেনাপোল কাস্টমস হাউসের সন্মুখে যশোর কোলকাতা মহাসড়কের উপর অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচী পালন করেন।

আধাঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বেনাপোল হাইস্কুল,মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়,মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসা ও নবদিগন্ত প্রি ক্যাটেড এন্ড হাইস্কুলের শত শত শিক্ষার্থীরা অংশ নেয়। এসময় সড়ক অবরুদ্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে রাখা বক্তব্যে বেনাপোল হাইস্কুলের প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান,ভারতের অসম পানি বন্টন ও আগ্রাসন নিতীর তীব্র সমালোচনা করে বলেন ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের ফলে মোদির গোস্যা হয়েছে। তাই প্রয়োজনের সময় পানি না দিলেও অসময় বাধ খুলে পানি ছেড়ে দিয়ে বন্যায় বাংলাদেশের জনগনকে ডুবিয়ে মারছে । এ কোন বন্ধুপ্রতীম দেশের আচরন হতে পারেনা।

ভারতের আগ্রাসননিতীর প্রতিবাদ জানিয়ে আরো বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক যশোর আব্দুর রাজ্জাক কলেজের বাংলা বিভাগের ছাত্র আব্দুল্লাহ আল মামুন,আকাশ ও আবু সাঈদ।

এসময় সাধারন শিক্ষার্থীরা “ পেতে চাইলে মুক্তি,ছাড়ো ভারত ভক্তি”,“ ঢাকা না দিল্লি”, “আপোস না রাজপথ”সহ নানা ধরনের স্লোগানে  এলাকাটি মুখরিত করে তোলে।

সর্বশেষ - সারাদেশ