বেনাপোল প্রতিনিধি :: বেনাপোলে বোমা বিস্ফোরনের ঘটনায় অবরোধ কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার( ৪ ফেব্রুয়ারী )সকাল ১০ ঘটিকায় বেনাপোল পোর্টথানাধীন বেনাপোল স্থলবন্দরের ১ ও ২ নং গেটের মাঝা মাঝি স্থানে এই বোমার বিস্ফোরণ ঘটায় দুস্কৃতকারীরা।এসময় তাদের ফেলে যাওয়া একটি সাদা রং এর বাজারের ব্যাগের মধ্য হতে ৩টি ককটেল সাদৃশ্য হাত বোমা উদ্ধার হয়।
এঘটনায় বেনাপোল পোর্টথানায় বোয়ালিয়া গ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে রনি হোসেন ( ৩০ ) বাদী হয়ে বোমা বিস্ফোরন কান্ডে জড়িত থাকার দ্বায়ে শার্শা থানাধীন কন্যাদাহ গ্রামের লুৎফর সরদারের ছেলে আলাউদ্দিন ওরফে আলা (৪০) এর নামে এজাহার অন্তভূক্তির আবেদন করেছেন। ইতিমধ্যে বেনাপোল পোর্টথানার এস আই রাশেদুজ্জামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও ফেলে যাওয়া হাত বোমা উদ্ধার করে থানায় নিয়ে গেছে।
বাদী কর্তৃক আবেদন গ্রহনের সত্যতা নিশ্চিত বেনাপোল পোর্টথানার ডিউিটি অফিসার জানান,ঘটনার তদন্ত পূর্বক ওসিসহ উর্দ্ধতন কর্মকর্তাদের সহিত আলোচনা সাপেক্ষ্যে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য গত ২৬ জানুয়ারী রবিবার দুপরে চেকপোস্ট আইসিপি ক্যম্প হতে আনুমানিক ৪০০গজ দূরে বন্দর বাস টার্মিনালের সামনে অঙ্গাতনামা দুষ্কৃতিকারীরা জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে হাত বোমার বিস্ফোরন ঘটান বলে জানা গেছে।