হাসানুজ্জামান:: যশোরের বেনাপোলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের অভিযানে ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ মোঃ তুহিন বিশ্বাস ( ২৭) নামের এক মাদক কারবারী গ্রেফতার হয়েছে।সে বেনাপোল পোর্টথানাধীন পুটখালী গ্রামের সামসুজ্জামানের ছেলে।
বুধবার ( ৩১ জুলাই ) গভীর রাতে পুটখালী গ্রামে অভিযান চালিয়ে ঐ মাদককারবারীকে গ্রেফতার করে খুলনা র্যাব-৬ এর যশোর ক্যাম্পের সদস্যরা।
র্যাবের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তি হতে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী জনৈক আজগর আলীর আমবাগানে অভিযান চালালে মাদকারবারী তুহিনকে র্যাব গ্রেফতার করে।পরে তার দেখানো মতে সাক্ষীদের সন্মুখে আমবাগানের উত্তর পাশে ইসামতি নদীর দক্ষিনপাড় হতে ২টি জালি বস্তায় বিশেষ ভাবে সংরক্ষিত ৩৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক জব্দ করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক আসামী ও জব্দকৃত আলামত বেনাপোল পোর্টথানায় হস্তান্তর করা হয়েছে বলে আরো জানা গেছে।