বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে গ্রাম বাংলার এতিহ্যবাহী হা-ডু ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৯সেপ্টেম্বর ) সকালে বেনাপোল পৌরসভাধীন সাদীপুর ( ১ নং ওয়ার্ড ) গ্রামে এই ১৬দলীয় টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সাদীপুর গ্রামবাসী আয়োজিত টুর্নামেন্ট এ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নক আউট ভিত্তিক ম্যাচটির শুভ উদ্বোধন ঘোষণা করেন শার্শার জনপ্রিয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন,এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ বেনাপোল ও পাবর্তী এলাকার হাজার হাজার দর্শক।
অনুষ্টিতব্য খেলায় দেশের বিভিন্ন জেলা হতে আগত নামী-দামী খেলোয়ারের সমন্বয়ে গঠিত দৌলৎপুর বনাম রঘুনাথপুর হা-ডু ডু দল ফাইনালে পৌঁছায়। টানা ৪০মিনিটের শ্বাসরুদ্ধকর এই ম্যাচে দৌলৎপুর কে হারিয়ে রঘুনাথপুর দল এমপি হা-ডু ডু টুর্নামেন্ট-২০২১ এর চ্যাম্পিয়ান হয়ে ১ম পুরষ্কার গরু জিতে নেন।
Discussion about this post