বেনাপোল প্রতিনিধি :: যশোরের বন্দরনগরী বেনাপোলে ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ( প্লাটিনাম জয়ন্তী ) উদযাপন করা হয়েছে।
শার্শা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী প্লাটিনাম জয়ন্তী উপলক্ষ্যে রবিবার ( ২৩ জুন ) বিকালে বেনাপোল বাজারে বিশাল এক বর্ণাঢ্য র্যালী বের হয়। এ র্যালীতে অংশ নেন শার্শা উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বর্ণাঢ্য র্যালীটির নেতৃত্বদেন ৮৫ যশোর-১,শার্শা আসনে বার বার নির্বাচিত জনপ্রিয় সংসদসদস্য শেখ আফিল উদ্দিন এমপি।
র্যালী শেষে বেনাপোল স্থল বন্দরের ৩নং গেটের সন্মুখে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা আওয়ামীলী গের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নেতা-কর্মীদের মাঝে বক্তব্য রাখেন শেখ আফিল উদ্দিন এমপি।
এসময় উপজেলার প্রতিটি উউনিয়নের আওয়ামীলী ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারনসম্পাদক, বেনাপোল পৌর মেয়র,ইউপি চেয়ারম্যানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৭৫ পাউন্ডের বিশাল এক কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।