শিহাব মির্জা :: যশোরের বেনাপোলে জামায়াতে ইসলামীর উদ্যোগে ( ১১ সেপ্টেম্বর ২০২৪ ) বেনাপোল বল ফিল্ড ময়দানে বুধবার দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামযা।
পৌরসভার ২ নং দূর্গাপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য,মাওলানা আজিজুর রহমান।
২নং দূর্গাপুর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তালহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা পশ্চিম এর আমির মাওলানা হাবিবুর রহমান, বিশেষ মুফাসসির হিসাবে তাফসির করেন দূর্গাপুর ছিদ্দিকিয়া জামে মসজিদের খতিব মাওলানা ইনামুল হাসান বিন নূর, মাওলানা রবিউল ইসলাম,প্রমূখ।
তাফসিরুল কুরআন মাহফিলে ইসলামী সংগীত পরিবেশন করেন অ্যাডভোকেট রোকনুজ্জামান রোকন ও নাভারণ আকিজ কলেজিয়েট স্কুলের কালচারাল টিচার শিল্পী কবির বিন সামাদ।
উল্লেখ্য দীর্ঘ ১৬ বছর পর বেনাপোল বল ফিল্ড ময়দানে স্বল্পসময়ে বৃহৎ পরিসরে মানুষের সমাগম যা ছিলো চোখে পড়ার মতো।