যশোর আজ মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫ ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মোবাইল জব্দ

প্রতিবেদক
Jashore Post
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ১০:২০ অপরাহ্ণ
বেনাপোলে টাস্কফোর্সের অভিযানে অবৈধ মোবাইল জব্দ
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোলের অভিজাত শপিংমলের দোকানে ম্যাজিস্ট্রেট, বিজিবি এবং পুলিশ এর সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্সের অভিযান চালিয়ে শুল্ক ফাঁকির ১৩১টি বিভিন্ন মডেলের ভারতীয় অবৈধ মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

সোমবার ( ১০ ফেব্রুয়ারী ) বিকালে বেনাপোল বাজারস্থ এম ইউ সিনিয়র মাদ্রাসার বীপরীতে রহমান চেম্বারের দ্বিতীয়তলার একাধিক মোবাইল দোকানে অভিযান চালিয়ে ১৩১টি অবৈধ মোবাইল ফোন জব্দ করা হয়।যার সিজার মূল্য ৩২,০০,০০০/-( বত্রিশ লক্ষ )টাকা ।

উক্ত টাস্কফোর্স অভিযানে মেজর মোঃ ফারজিন ফাহিম, এসি,উপ অধিনায়ক, যশোর ব্যাটালিয়ন( ৪৯ বিজিবি ), জনাব মোঃ শওকত মেহেদী সেতু, সহকারী কমিশনার ( ভূমি ),এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,শার্শা উপজেলা এবং এসআই মোহাম্মদ আমির হোসেন,বেনাপোল পোর্ট থানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজিবি অধিনায়ক জানান, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। চোরাচালান এ দেশের অগ্রগতি পথে এক বিরাট বাধাঁ সরূপ। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি রাজস্ব আহরণে সরকারকে সহযোগিতা করাই বিজিবি র মূল উদ্দেশ্য। একই সাথে অবৈধ ভারতীয় পণ্য জব্দ করণে দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি পাবে বলে আশা ব্যক্ত করেন। ভবিষ্যতে চোরাচালান রোধে এ ধরণের টাক্সফোর্স অভিযান অব্যাহত থাকবে বলে অবহিত করেন।

টাস্কফোর্সের মাধ্যমে জব্দকৃত চোরাচালানী মালামাল বেনাপোল কাস্টমস এ জমা করা হয়েছে।

সর্বশেষ - সারাদেশ