বেনাপোল প্রতিনিধি :: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আলী হোসেন নামে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।আটক আলী হোসেন বেনাপোল পোর্টথানাধীন নামাজগ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
শনিবার ( ১৫ মার্চ )দুপুরে আটক আসামীর বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গাাঁজাসহ আটক করে পুলিশ সদস্যরা।
বেনাপোল পোট থানা সূত্রে জানা যায়,এসআই আমির হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্স সহায়তায় নামাজগ্রামে অভিযান চালিয়ে আলীর বসত বাড়ীর সামনে থেকে তাকে গাঁজা সহ আটক করা হয়। আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।