বেনাপোল প্রতিনিধি :: বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন ( ২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।বৃহস্পতিবার ( ১লা ফেব্রুয়ারি ) সকালে ঐ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়।
গ্রেফতারকৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের বাসিন্দা ফাতেমা বেগম ও চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মোজজাটেক গ্রামের বাসিন্দা মনির হোসেন ।
গ্রেফতার অভিযানে অংশ নেওয়া বেনাপোল পোর্ট থানার চৌকস অফিসার এস আই মোস্তাফিজুর রহমান জানান,গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের নির্দেশনায় সজ্ঞীয় অফিসার ফোর্স সহায়তায় দিঘিরপাড় গ্রামে অভিযান চালিয়ে ইয়াবাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি আরো জানান।