যশোর আজ শনিবার , ১৮ জানুয়ারি ২০২৫ ৪ঠা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের যশোর
  5. খেলা
  6. গল্প
  7. জবস
  8. জাতীয়
  9. প্রবাস
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. রান্না
  14. রূপচর্চা
  15. লাইফস্টাইল

বেনাপোলের কাজী মোস্তফাকে এবার জেলা রেজিস্টারের তলব

প্রতিবেদক
Jashore Post
জানুয়ারি ১৮, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ
বেনাপোলের কাজী মোস্তফাকে এবার জেলা রেজিস্টারের তলব
সর্বশেষ খবর যশোর পোস্টের গুগল নিউজ চ্যানেলে।

বেনাপোল প্রতিনিধি :: জাল জালিয়াতির দায়ে অভিযুক্ত বেনাপোল পৌরসভার মুসলিম বিবাহ,তালাক রেজিস্ট্রোর কাজী মোস্তফা কামালকে এবার যশোর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে আগামী ( ২১জানুয়ারী ) অভিযোগ বিষয়ে বক্তব্য ও সংশ্লিষ্ঠ প্রমাণকসহ হাজির হতে বলা হয়েছে।

গত ৭ জানুয়ারী স্মারক নং- ১০.০৫.৪১০০.১০১.২৭.০০২.২৪-২৩/১( ২ )যশোর জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেব সাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়। এর আগে বেনাপোল পোর্টথানাধীন দূর্গাপুর গ্রামের আলী হোসেনের ছেলে কামরুজ্জামান বেনাপোল পৌরসভার ১,২ ও ৩ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার মোঃ মোস্তফা কামালের বিরুদ্ধে জাল জালিয়াতির মাধ্যমে কাবিননামা ও তালাক নিবন্ধন করার অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞ জেলা রেজিস্ট্রার মোস্তফা কাজীর বিরুদ্ধে আনিত অভিযোগটি আমলে নিয়ে অভিযোগ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জেলা রেজিস্ট্রার কার্যালয় সূত্র নিশ্চিত করেন।

অভিযোগকারী কামরুজ্জামান জানান,নাজিরার সহিত আমার গত ইং ১৭ মে ২০২৩ইং তারিখে ইসলামী শরিয়ত মোতাবেক ৫০হাজার টাকা দেনমোহরে কাবিননামা মূলে বিবাহ হয়। আর এই বিবাহ রেজিস্ট্রি করেন বেনাপোল পৌরসভার ১,২ও ৩ নং ওয়ার্ডের কাজী মোস্তফা কামাল।

আনুমানিক ৩ মাস পর নাজিরা ও তার সহযোগীরা আমাকে ব্লাকমেইল করে কাজী মোস্তফা কামালের মাধ্যমে পুনরায় ৫ লাখ টাকার কাবিননামা তৈরী করেন।এ ঘটনার পর হতে আমি নাজিরার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিই।

এতে ক্ষিপ্ত হয়ে নাজিরা ও কাজী মোস্তফা যোগসাজজে কাবীনের টাকা আদায়ে মরিয়া হয়ে আমাকে গুন্ডা বাহিনী দ্বারা শাসাতে থাকে। পরে বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ গত ৬ নভেম্বর ২০২৪ ইং তারিখে বাদী ও আমাকে নিয়ে থানায় শালিসে বসে।

সেখানে আমি দেখতে পায় দ্বিতীয় কাবিননামা তৈরীর ১ দিন পূর্বে গত ২২ আগস্ট২০২৩ইং তারিখে কাজী মোস্তফা কামাল জাল জালিয়াতির আদলে তালাকনামা তৈরী করেছে। সেখানে আমার ও নাজিরার সাক্ষর জাল।এমনকি তালাকের কাগজে স্বাক্ষীদের সাক্ষরও জাল।

এ বিষয়ে অভিযুক্ত কাজী মোস্তফা কামাল মুঠোফোনে জানান,আপোস তালাকের সাক্ষর কামরুজ্জামান বাবুর দেওয়া। সাক্ষীদের সাক্ষর জাল করা হয়েছে বলে অভিযোগের প্রশ্নে তিনি সদউত্তর দিতে পারেননী।

ভূক্তভোগী কামরুজ্জামান বলেন পরপুরুষে আসক্ত নাজিরা আমাকে পরকীয়া প্রেমের ফাঁদে ফেলে ৫০ হাজার টাকার কাবিনে বিয়ে করে। আমি তার সহিত ঘরসংসার রত অবস্থায় দেখতে পায় সে অর্থলোভী। বিয়ের( প্রথম কাবিনের ) কিছুদিন পর তানিয়া ও কাজী মোস্তফা যোগসাজজে আরো লোকজন নিয়ে আমার ইচ্ছের বিরুদ্ধে জোর পূর্বক ৫লাখ টাকার কাবিন নামায় সই করিয়ে নেই।

আদৌ দ্বিতীয় কাবিনের পূর্বে আমি কোন তালাকের কাগজে সাক্ষর করিনাই। কাবিন বানিজ্য করতেই আসামীরা একজোট হয়ে জাল জালিয়াতির আদলে সৃষ্ট আপোস তালাক তৈরী করেছে এবং আমাকে নানাভাবে হয়রানী করছে।এ থেকে পরিত্রান ও ন্যায় বিচার পেতে আমি জেলা রেজিস্ট্রার ও আদালতের শরানাপন্ন হয়েছি।

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত