বুলগেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি হাইওয়েতে পর্যটকবাহী বাসে আগুন লেগে অন্তত ৪৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার ( আজ )স্থানীয় সময় ভোররাত ২টার দিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অগ্নিদগ্ধ ৭ জনকে দেশটির রাজধানী সোফিয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশটির সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছেন বার্তাসংস্থা রয়টার্স।
বুলগেরিয়ার ফায়ার সেইফটি বিভাগের প্রধান নিকোলাই নিকোলভ ঘটনাটি নিশ্চিত করে জানান, দগ্ধ সাতজনকে উদ্ধার করে সোফিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে।
নিকোলভ বলেন,একটি বাসে আগুন লেগে বিধ্বস্ত হওয়ার পর কিংবা বিধ্বস্ত হয়ে আগুন লেগে যাওয়ার পর অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।সোফিয়ার উত্তর মেসিডোনিয়া দূতাবাসের একজন কর্মকর্তা জানিয়েছেন,নিহতদের বেশিরভাগই উত্তর মেসিডোনিয়ার নাগরিক।